নয়াদিল্লি: বুধবার এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তার আগে উভয় দেশকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করা ব্যক্তিদের উদ্দেশ্যে পরামর্শ দিলেন ভারতীয় টেনিস তারকা তথা পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। তাঁর মতে, এধরনের উত্তেজক ম্যাচ নিয়ে মন্তব্য করার সময় নিজেকে ঠান্ডা রাখা জরুরি। তাঁর পরামর্শ, কোনওপ্রকার হঠকারি ও ব্যক্তিগত মন্তব্য করা উচিত নয়। প্রসঙ্গত, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর এই প্রথম ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। শেষ ম্যাচে ভারতকে হারিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তার কয়েকদিন আগে, গ্রুপ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ফলত, এদিনের ম্যাচ ঘিরে দুদেশের সমর্থকদের মধ্যে প্রবল উত্তেজনা ও প্রত্যাশার পারদ চড়ছে। সেই দিক বিচার করে টেনিস তারকার পরামর্শ, এখন সবচেয়ে ভাল কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখা। কারণ, এখানে যা হয়, তা যে কাউকে অসুস্থ করে তুলতে পারে।
এশিয়া কাপ: আলটপকা মন্তব্য করবেন না, ভারত-পাক দ্বৈরথের আগে দুদেশের সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ সানিয়া মির্জার
Web Desk, ABP Ananda | 19 Sep 2018 04:25 PM (IST)