নয়াদিল্লি: বুধবার এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তার আগে উভয় দেশকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করা ব্যক্তিদের উদ্দেশ্যে পরামর্শ দিলেন ভারতীয় টেনিস তারকা তথা পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। তাঁর মতে, এধরনের উত্তেজক ম্যাচ নিয়ে মন্তব্য করার সময় নিজেকে ঠান্ডা রাখা জরুরি। তাঁর পরামর্শ, কোনওপ্রকার হঠকারি ও ব্যক্তিগত মন্তব্য করা উচিত নয়।
প্রসঙ্গত, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর এই প্রথম ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। শেষ ম্যাচে ভারতকে হারিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তার কয়েকদিন আগে, গ্রুপ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ফলত, এদিনের ম্যাচ ঘিরে দুদেশের সমর্থকদের মধ্যে প্রবল উত্তেজনা ও প্রত্যাশার পারদ চড়ছে। সেই দিক বিচার করে টেনিস তারকার পরামর্শ, এখন সবচেয়ে ভাল কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখা। কারণ, এখানে যা হয়, তা যে কাউকে অসুস্থ করে তুলতে পারে।





মঙ্গলবার টুইটারে সানিয়া লেখেন, ম্যাচ শুরু হতে আর ২৪-ঘণ্টাও নেই। কয়েকদিনের জন্য সোশ্যাল মিডিয়া ছেড়ে যাওয়াই নিরাপদ। কারণ, এই কদিনে যে পরিমাণ আজেবাজে কথা সোশ্যাল মিডিয়ায় বলা হবে, তা যে কোনও সুস্থ মানুষকে অসুস্থ করে তুলতে পারে। একজন গর্ভবতীর বিষয় কথা তো বাদই দিলাম। শুধু মনে রাখবেন, এটা স্রেফ একটা ক্রিকেট ম্যাচ।
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অন্যতম সফল ব্যাটসম্যান হলেন শোয়েব মালিক। চির-প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ১৬৬১ রান করেছেন শোয়েব। পরিসংখ্যানের বিচারে, শোয়েব হলেন ভারতের বিরুদ্ধে সর্বকালীন তৃতীয় সেরা পাক ব্যাটসম্যান।