শারজা: শ্রীলঙ্কার বিরুদ্ধে শনিবার এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান (SL vs AFG)। টানটান ম্যাচে শেষ পর্যন্ত চার উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সুপার ফোরের শুরুটা ভালভাবেই করেছে শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিরুদ্ধে ১৭৬ রানের বেশ চ্যালেঞ্জিং রান তাড়া করে গড়েছে একাধিক রেকর্ডও। তবে আফগানরা পরাজিত হলেও দলের তারকা ওপেনার রহমনউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaaz) কিন্তু নিজের দুরন্ত ইনিংসের সুবাদে বেশ নজর কেড়েছেন।


রহমনউল্লাহের রেকর্ড


গুরবাজ এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৫ বলে ৮৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। এই ইনিংসে ভর করেই আফগানিস্তান ১৭৫ রান তুলেছিল। তবে দলের ব্যর্থতার দিনেও রোহিত শর্মার এক রেকর্ড ভেঙে ফেললেন রহমনউল্লাহ। এতদিন পর্যন্ত এশিয়া কাপের টি-টোয়েন্টি ফর্ম্যাটে রোহিতের করা ৮৩ রানই এক ইনিংসে সর্বোচ্চ (কোয়ালিফায়ার বাদে) ছিল। বাংলাদেশের বিরুদ্ধে ছয় বছর আগে, টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৫৫ বলে রোহিত এই ইনিংসটি খেলেছিলেন। তবে রহমনউল্লাহ সেই রেকর্ডটি ভেঙে তা নিজের নামে করে ফেললেন। এদিন ২২ বলে রহমনউল্লাহ নিজের অর্ধশতরানটি পূর্ণ করেন। বিশ ওভারের ফর্ম্যাটে আফগান ব্যাটার হিসাবে এটি যুগ্মভাবে দ্রুততম অর্ধশতরান। 


ম্যাচের হালহকিকত


ম্যাচে টসে জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। হাজরতউল্লাহ জাজাই একেবারে ছন্দে ছিলেন না। তিনি ১৬ বলে ১৩ রান করেই সাজঘরে ফেরেন। তবে তাঁর ওপেনিং পার্টনার রহমানুল্লাহ গুরবাজ এদিন দাপটে মেজাজে ছিলেন। ৪৫ বলে চারটি চার ও ছয়টি ছয়ের সুবাদে ৮৪ রান করেন গুরবাজ। দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে যোগ করেন ৯৩ রান।


তবে গুরবাজ আউট হতেই রানের গতি ব্যাপকভাবে কমে যায়। শ্রীলঙ্কান বোলাররা ডেথ ওভারে দুরন্ত বোলিং করে আফগানিস্তান ব্যাটারদের বড় শট খেলতে দেননি। জাদরান ৪০ রান করলেও তা আসে ৩৮ বলে। আর কোনও আফগান ব্যাটারই রান পাননি। নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে আফগানিস্তান। ১৭৬ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করতে লঙ্কানদের শুরুটা ভাল করার খুবই প্রয়োজন ছিল। ঠিক সেটাই করেন লঙ্কান ওপেনাররা।









আরও পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন মুশফিকুর রহিম