ঢাকা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে (T20 International Cricket) বিদায় জানালেন মুশফিকুর রহিম (Mushfikur Rahim)। এশিয়া কাপে  আফগানিস্তান ও শ্রীলঙ্কার  বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে টাইগার বাহিনী। ব্যাট হাতে একদমই ভাল পারফর্ম করতে পারেননি অভিজ্ঞ এই ডানহাতি উইকেট কিপার ব্য়াটার। শেষ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি (International T20 Cricket) থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim Retirement)। টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটে যদিও খেলা চালিয়ে যাবে তিনি।


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মুশফিকের অবসর


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তার কারণ হয়ে গেল মুশফিকুর রহিমের আচমকা অবসর নিয়ে নেওয়া। নিজের বিবৃতিতে মুশফিক জানিয়েছেন, ''আজ আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। তবে আমি গর্বের সঙ্গে বাংলাদেশের জার্সিতে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটে খেলা চালিয়ে যাব। আমি আশাবাদী যে এই দুটো ফর্ম্যাটে দেশের জার্সিতে অনেক সাফল্য এনে দিতে পারব। আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাব।''


এবারের এশিয়া কাপে ২ ম্যাচে যথাক্রমে ৪ ও ১ রান করেছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে কুশল মেন্ডিসের ক্যাচও মিস করেছেন। ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জন্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে মুশফিককে বাদ দেওয়ার ভাবনাও ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্য়ান্ডে উড়ে যাচ্ছে টাইগাররা। সেই সিরিজে যে দল খেলবে, মোটামুটি সেই দলটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যেতে পারে।


গত তিন বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই ফর্মে ছিলেন না মুশফিকুর। ২০১৯ সালের নভেম্বরে শেষবার অর্ধশতরান হাঁকিয়েছিলেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কুড়ির ক্রিকেটে মোট ৮টি ইনিংসে মাত্র ১৪৪ রান করেছেন মুশফিকুর। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল এই ডানহাতিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১০২ ম্যাচ খেলেছেন মুশফিকুর। ঝুলিতে রয়েছে ১৫০০ রান। সর্বোচ্চ অপরাজিত ৭২। 


গত জুলাই মাসে টি-টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। এবার সরে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেটের আরও এক অভিজ্ঞ সৈন্য।


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্য়াচ, ভারতীয় একাদশে আসতে পারে বদল