ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket Team) জন্য সময়টা খুব একটা মধুর কাটছে না। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে পরাজিত হতে হয়েছে টাইগারদের। তার উপর চোট আঘাতে নাজেহাল দল। সামনের শনিবার (২৭ অগাস্ট) থেকে শুরু হতে চলেছে এ বারের এশিয়া কাপ (Asia Cup 2022)। তার আগেই জোড়া ধাক্কা খেল শেষবারের ফাইনালিস্টরা। 


জোড়া ধাক্কা


এশিয়া কাপের আগেই দুই বাংলাদেশি তারকা চোটের জেরে দল থেকে ছিটকে গেলেন। বাংলাদেশের পেস বোলার হাসান মাহমুদ গত সপ্তাহে অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরেই এক মাস মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে। ফলে তিনি এশিয়া কাপে অংশগ্রহণ করতে পারবেন না। এশিয়া কাপে খেলতে পারবেন না দলের তারকা উইকেটকিপার নুরুল হাসান সোহানও। সদ্যই নুরুলের বহুদিন ধরে আহত আঙুলে অস্ত্রোপ্রচার করা হয়েছে। অস্ত্রোপ্রচারের পর সম্পূর্ণভাবে সেরে উঠতে স্বাভাবিকভাবেই সময়ের প্রয়োজন। তাই নুরুলেরও খেলা হচ্ছে না এশিয়া কাপে।


 






এই দুইজনই শুধু নন, বাংলাদেশের সবথেকে ইনফর্ম খেলোয়াড় লিটন দাস আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। পেশিতে চোট রয়েছে তাঁর। এবার নরুল, হাসান সেই তালিকায় যুক্ত হয়ে দলের চিন্তা বাড়ালেন। বাঁ-হাতি ব্যাটার মহম্মদ নঈম বাংলাদেশ এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভাল পারফর্ম করেছিলেন। তাঁকেই বদলি হিসাবে দলে জায়াগা দেওয়া হয়েছে। শাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ আজ, মঙ্গলবারই (২৩ অগাস্ট) এশিয়া কাপ খেলতে আমিরশাহির উদ্দেশে রওনা দেবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পরের মঙ্গলবার (৩০ অগাস্ট) আফগানিস্তানের বিরুদ্ধে।


করোনা আক্রান্ত দ্রাবিড়


ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হয়েছেন। বিসিসিআইয়ের তরফে আজ, মঙ্গলবার রাহুল দ্রাবিড়ের করোনা আক্রান্ত হওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে সফর করার আগে করোনা পরীক্ষার সময়ই দ্রাবিড়ের রিপোর্ট পজিটিভ আসে এবং তাঁর করোনার হালকা উপসর্গও আছে। করোনা সারিয়েই দ্রাবিড় দলের সঙ্গে আমিরশাহিতে যোগ দেবেন।


আরও পড়ুন: ব়্যাঙ্কিংয়ে চারে পাকিস্তান, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে কত নম্বরে ভারত?