দুবাই: টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে তিনি বড় রান পাননি। বিরাট কোহলি (Virat Kohli) ছন্দে ফিরলেও, রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটে যেন রানের খরা দেখা দিয়েছিল। এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের মরণ-বাঁচন ম্যাচে অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিত। ভারত অধিনায়ক ইনিংস ওপেন করতে নেমে ৪১ বলে ৭২ রান করলেন। ইনিংসে ৫টি চার ও চারটি ছক্কা মেরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের 'হিটম্যান'।


রোহিতের ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৭৩/৮। ম্যাচ জিততে হলে দাসুন শনাকাদের করতে হবে ১৭৪ রান।


টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠান দাসুন শনাকা। ভারতের প্রথম একাদশে একটিই পরিবর্তন হয়। রবি বিষ্ণোইয়ের পরিবর্তে আর অশ্বিনকে খেলাচ্ছে ভারত। তবে শুরুতেই ধাক্কা খায় বারত। মহেশ তিক্ষানার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন কে এল রাহুল (৬ রান)। এশিয়া কাপে দুরন্ত ছন্দে থাকা বিরাট কোহলি রান পাননি। কোনও রান করার আগেই তিনি দিলশান মদুশঙ্কার বলে বোল্ড হয়ে যান। ভারতের স্কোর দাঁড়ায় ১৯/২।


সেখান থেকেই প্রত্যাঘাত রোহিতের। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবের সঙ্গে ৯৭ রান যোগ করেন রোহিত। সূর্য ৩৪ রানে আউট হন। রোহিত ফেরেন ৭২ রানে। শেষ দিকে হার্দিক পাণ্ড্য ১৩ বলে ১৭ রান, ঋষভ পন্থ ১৩ বলে ১৭ রান ও আর অশ্বিন ৭ বলে অপরাজিত ১৫ রান করেন।


 




শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সেরা দিলশান মদুশঙ্কা। ২৪ রানে তিন উইকেট নেন তিনি।


আরও পড়ুন: থামল 'মিস্টার আইপিএল'-এর বর্ণময় কেরিয়ার, সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না