দুবাই: রবিবাসরীয় সন্ধ্যায় এশিয়া কাপে (Asia Cup 2022) ভারত-পাকিস্তান মহারণের (IND vs PAK) দিকে গোটা বিশ্বের নজর ছিল। ম্যাচের শেষের দুই ওভারে পাকিস্তান একজন কম ফিল্ডার বাউন্ডারি রাখার বিষয়টিও কারুর নজর এড়ায়নি। মন্থর ওভার রেটের জন্যই এমন শাস্তি পেয়েছিল পাকিস্তান, যার খেসারত শেষমেশ ম্যাচ হেরে দিতে হয় তাদের। তবে শাস্তির পরিমান এতটুুকুতেই সীমাবদ্ধ রইল না। এবার ম্যাচের বেতনও কাটা গেল বাবর আজমদের। তবে বাবররা একা নন, ভারতীয় দলের বেতনও কাটা গিয়েছে।


ভারত ও পাকিস্তান, উভয় দলই নির্ধারিত সময়ে দুই ওভার কম বল করায়, আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফার মার্টিন ক্রো এই বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত অনুযায়ী দুই দলের খেলোয়াড়দের ম্যাচের বেতনের ৪০ শতাংশ কাটা যাবে। আইসিসি এক বিবৃতিতে জানায়, 'খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের ডন্য আইসিসির শৃঙ্খলারক্ষা আইনের ২.২২ ধারা অনুযায়ী মন্থর ওভার রেটের জন্য প্রতিটি ওভারে খেলোয়াড়দের ২০ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে। দুই অধিনায়কই নিজেদের ভুল স্বীকার করে এই শাস্তি মেনে নিয়েছেন। তাই শুনানির আর কোনও প্রয়োজন হয়নি।'


আইসিসি ক্রমতালিকায় হার্দিকের উন্নতি


চলতি এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম করেছিলেন হার্দিক। প্রথমে বল হাতে তিন উইকেট নেওয়ার পর, ব্যাট হাতে অপরাজিত ৩৩ রান করেন তিনি। মুশকিল পরিস্থিতি থেকে শেষ পর্যন্ত টিকে থেকে হার্দিকই ভারতকে জয় এনে দেন। এর জেরে আট ধাপ এগিয়ে এসে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর স্থান দখল করলেন হার্দিক। এটিই ভারতীয় অলরাউন্ডেরর কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং। হার্দিকের সাম্প্রতিক পারফরম্যান্স আবারও প্রমাণ করে দেয় তিনি ভারতীয় দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ।


ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার মতে হার্দিক বর্তমানে জানেন ঠিক কোন সময়ে ওঁর কী করা উচিত এবং সেইমতোই ওঁর খেলাকেও সাজিয়ে নিয়েছে। পাক ম্যাচের পরে রোহিত বলেন, 'ও ওর প্রত্যাবর্তনের পর থেকেই দুরন্ত খেলছে। ও দলের বাইরে থাকার সময়ই ফিট হওয়ার জন্য যা যা করণীয় সবটা করেছে এবং এখন তো বল হাতে নিয়মিত ১৪০ কিমিতে বল করছে। ওর ব্যাটিং দক্ষতা তো সকলেই জানে। মাঠে ফেরার পর থেকে ওকে অনেক শান্ত দেখাচ্ছে এবং নিজের খেলার প্রতি আত্মবিশ্বাসও সাফ চোখে পড়ছে। ওর জন্য ওর নিজের খেলাটা বোঝার প্রয়োজন ছিল এবং সেটা ও এখন করছে। চাপের মুখে ১০ রান প্রতি ওভার যখন দরকার, তখন যে কেউ বিচলিত হতে পারে, তবে ওর খেলায় তার লেশমাত্র দেখা যায়নি।' 


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে পন্থের না খেলা নিয়ে কী বললেন জাডেজা?