দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়েছে ভারত (BCCI)। গত রবিবার পাকিস্তানকে এশিয়া কাপের (Asia Cup) ম্যাচে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)।


কিন্তু ভারত ও পাকিস্তান, দুই দেশের ক্রিকেট ভক্তরা ফের প্রহর গুনতে শুরু করে দিলেন শুক্রবার রাত থেকেই। কারণ, হং কংকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল পাকিস্তান। সেই সঙ্গে চূড়ান্ত হয়ে গেল, রবিবার সুপার ফোরের ম্যাচে ফের বাইশ গজে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ। যা নিয়ে উন্মাদনার পারদ চড়তে শুরু করে দিয়েছে।


ভারতের সামনে যেমন ২-০ করার সুযোগ রয়েছে, সেরকমই বাবর আজমরা চাইবেন প্রতিশোধ নিতে। রবিবারের ম্যাচে যারা জিতবে, ফাইনালে ওঠার ব্যাপারেও তারা এক কদম এগিয়ে যাবে। সব মিলিয়ে ফের একটি মারকাটারি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।


সুপার ফোরে বাবররা


ভারতের বিরুদ্ধে পরাজয়ের পর এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য হং কংয়ের বিরুদ্ধে জয় প্রয়োজন ছিল পাকিস্তানের (HK vs PAK)। ঠিক সেই কাজটাই দাপুটে মেজাজে করে দেখাল বাবর আজমের দল। ১৫৫ রানের বিরাট ব্যবধানে হং কংকে হারাল পাকিস্তান। শেষ দল হিসাবে সুপার ফোরেও জায়গা পাকা করে নিল তারা। এই জয়ের সুবাদে রবিবার ভারতের বিরুদ্ধে ফের মাঠে নামবে পাকিস্তান। 


বিনা লড়াইয়েই পরাজয় 


ভারতের বিরুদ্ধে হং কং বেশ লড়াই করেছিল, তবে জিততে পারেনি। পাকিস্তান এদিন নিজেদের ইনিংসে আগের ম্যাচে ভারতের থেকে এক রান বেশি, ১৯৩ রান করে। তাই শুরু থেকেই হং কং ব্যাকফুটেই ছিল। তবে অনেকেই হং কংয়ের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিলেন। তবে প্রায় বিনা লড়াইয়েই পাকিস্তানের বিরুদ্ধে পরাজয় স্বীকার করে নিল হং কং। ১৯৪ রান তাড়া করতে নেমে মাত্র ৩৮ রানেই গুটিয়ে গেল তারা। হং কংয়ের ব্যাটিং ধসের শুরুটা করেন ভারতের বিরুদ্ধে নজরকাড়া বোলিং করা নাসিম শাহ। একই ওভারে তিনি হং কং অধিনায়ক নিজাখাত খানকে আট ও বাবর হায়াতকে শূন্য রানে ফিরিয়ে দেন।


ইয়াসিম মুরতাজাকে ফেরান দাহানি। এরপরে পাকিস্তান স্পিনারদের দাপট। শাদাব খান ও মহম্মদ নওয়াজের দাপটে হং কং মাত্র আট রানের ব্যবধানে নিজেদের শেষ ছয় উইকেট হারায়। শাদাব তো একসময়ই হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। তবে হ্যাটট্রিক না হলেও, তিনি এদিন পাকিস্তানের সফলতম বোলার। চার উইকেট আসে তাঁর ঝুলিতে। নওয়াজ নেন তিন উইকেট। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ১৫৫ রানের আজকের এই জয়টিই পাকিস্তানের সবথেকে বড় ব্যবধানে জয়। ৩৮ রানে গুটিয়ে গিয়ে এশিয়া কাপ থেকে শারজার মাঠে সর্বনিম্ন স্কোরসহ একাধিক লজ্জার রেকর্ড গড়ল হং কং।


আরও পড়ুন: বিশ্বের যে কোনও দলকে ধ্বংস করতে পারে, সতীর্থকে মাঠেই কুর্নিশ কোহলির