দুবাই: শুক্রবারই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয় চলতি এশিয়া কাপে (Asia Cup 2022) আর খেলতে দেখা যাবে না রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)। হাঁটুর চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার। তাঁর পরিবর্তে সুযোগ পান গুজরাতের অলরাউন্ডার অক্ষর পটেল। একাধিক রিপোর্টে দাবি করা হয় জাডেজা হাঁটুতে অস্ত্রোপ্রচার করাতে চলেছেন। তাই এশিয়া কাপের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাবে না তাঁকে। এইসব জল্পনার জবাবে অবশেষে মুখ খুললেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। 


জাডেজার বিষয়ে দ্রাবিড়ের আপডেট 


জাডেজার চোটের বিষয়ে কী আপডেট দিলেন ভারতীয় কোচ? দ্রাবিড় কিন্তু এখনই জাডেজা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন না বলে মানতে নারাজ। পাকিস্তান ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, 'জাডেজার হাঁটুতে চোট লেগেছে। তাই এশিয়া কাপে আর খেলা হচ্ছে না ওর। ও মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নিতে গিয়েছে। (টি-টোয়েন্টি) বিশ্বকাপের তো এখনও অনেকটা সময় বাকি রয়েছে। তাই এখনই কোনও ফলাফলে পৌঁছে গিয়ে ও বিশ্বকাপে খেলবে বা খেলবে না, এই বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরিস্থিতির কেমন কী হয়, সেটা সময়ই বলবে। যতক্ষণ না পরিস্থিতি আমাদের কাছে সম্পূর্ণভাবে স্পষ্ট হচ্ছে, ততক্ষণ আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। বিশ্বকাপের এখনও ছয় থেকে সাত সপ্তাহ বাকি আছো তো।'


জাডেজার মতো তারকা অলরাউন্ডের এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে ভারতের জন্য বড় ধাক্কা। তবে দলের কোচ রাহুল দ্রাবিড়ের এই বিষয়ে খুব চিন্তিত নন। তাঁর মতে, 'এটা তো খেলারই একটা অঙ্গ। খেলোয়াড়রা চোট আঘাত পায়। এটা আমাদের দায়িত্ব যে আমরা তাঁদের এই অনুপস্থিতি যাতে ঠিকভাবে ম্যানেজ করতে পারি। চোট থেকে ফেরার অনেকটাই নির্ভরশীল চোটের গভীরতা এবং পুনর্বাসন প্রক্রিয়ার উপর। দেখা যাক কী হয়।'


পাকিস্তান দলেও চোটের ছায়া


জাডেজার পরিবর্তে জাতীয় সিনিয়র দলের নির্বাচকেরা বেছে নিলেন অক্ষর পটেলকে। অক্ষরকে দলের স্ট্যান্ড বাই হিসাবে রাখাই হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, দুবাইয়ে শীঘ্রই দলের সঙ্গে যোগ দিতে চলেছেন অক্ষর। তবে কাল পাকিস্তানের বিরুদ্ধে অক্ষর নামতে পারবেন কি না, সেই নিয়ে সন্দেহ রয়েছে। প্রসঙ্গত, শুধু ভারতীয় শিবিরেই নয়, চোটের রেশ রয়েছে পাকিস্তান শিবিরেও। সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে শাহনাওয়াজ দাহানি খেলতে পারবেন না বলে শনিবারই জানানো হয়েছে। দুই তিন তাঁর পরিস্থিতি খতিয়ে দেখিয়ে তবেই তিনি এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও পড়ুন: পাকিস্তান ম্যাচের আগেই সমালোচকদের এক হাত নিলেন পন্থ