দুবাই: কাল এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারতীয় (IND vs PAK) দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে উত্তেজনা তুঙ্গে। গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচে ভারতীয় দলে জায়গা পাননি ঋষভ পন্থ (Rishabh Pant)। কালও কী আবার দল থেকে বাদ পড়বেন পন্থ? সেই নিয়ে জল্পনা চলছেই। এই জল্পনার মাঝেই মুখ খুললেন ভারতের তারকা উইকেটকিপার। একহাত নিলেন সমালোচকদের।


পন্থের জবাব


নিজের ছোট্ট কেরিয়ারে ইতিমধ্যেই ভারতকে একাধিক ম্যাচ জেতালেও, চাপের মুখে খারাপ শট খেলে আউট হওয়ার জন্য বারংবার সমালোচিত হয়েছেন পন্থ। সেই সমালোচনার বিরুদ্ধেই মুখ খুললেন তিনি। পন্থ বলেন, 'আমি যদি এক ইনিংসে সেঞ্চুরিও করে পরের ইনিংসে অল্প রানে আউট হই, তাহলেও সমালোচিত হব। সেই বিষয়ের সঙ্গে আমি এখন মানিয়ে নিয়েছি। আমি জানি অনেক সময়ই আমি যেভাবে আউট হই, তা দেখতে একেবারেই ভাল লাগে না। তবে এমন যে এতে আমার খারপ লাগে না। তবে আমার খেলায় যে ঝুঁকি আছে, সেটা আমি জানি এবং তাঁর জন্য যে সমালোচনা আসতে পারে, সে বিষয়েও অবগত।'


 



 


ধাক্কা পাকিস্তান শিবিরে


প্রসঙ্গত, ভারত-পাক ম্যাচের আগে ফের একবার চোটের কালো ছায়া পাকিস্তান শিবিরে। চোটের জেরে সুপার ফোরে ভারতের বিরুদ্ধে নামা হচ্ছে না পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার শাহনওয়াজ দাহানির (Shahnawaz Dahani)। শনিবারই (৩ সেপ্টেম্বর) পাকিস্তান বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে দাহানি ভারতের বিরুদ্ধে খেলতে নামতে পারবেন না। সাইড স্ট্রেনের জেরেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নামতে পারবেন না দাহানি। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচেই তিনি এই চোট পেয়েছেন।


পাকিস্তান বোর্ডের রিপোর্ট অনুযায়ী দলের মেডিক্যাল দল পরবর্তী দুই, তিন দিন দাহানির চোট পর্যবেক্ষণ করবে। সেই অনুযায়ীই তিনি এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে আদৌ খেলতে পারবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যেই খেলুক না খেলুক, ভারচ-পাকিস্তানের মধ্যে কিন্তু একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন সকল সমর্থকরা। 


আরও পড়ুন: ইডেনে ব্যাট হাতে দেখা যাবে না সৌরভকে, লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াচ্ছেন 'মহারাজ'?