দুবাই: ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ম্যাচ জিতেও স্বস্তিতে নেই পাকিস্তান (Ind vs Pak)। চোটের জন্য দলের সবচেয়ে ছন্দে থাকা ক্রিকেটারের এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে খেলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।


ভারতের বিরুদ্ধে জিতেও মারাত্মক চাপে বাবর আজমরা। চোট-আতঙ্ক যেন তাঁদের পিছু ছাড়ছে না। ভারতের বিরুদ্ধে খেলা শেষ হওয়ার পরেই হাসপাতালে নিয়ে যেতে হল দলের ওপেনার মহম্মদ রিজওয়ানকে। যিনি এদিন ম্যাচ জেতানো দুরন্ত ইনিংস খেলেছেন।


ভারতের ইনিংস চলার সময়ে উইকেটের পিছনে দাঁড়িয়েই চোট পেয়েছিলেন রিজওয়ান। ভারতের প্রথম ইনিংস চলার সময়ে মহম্মদ হাসনাইনের একটি বাউন্সার ধরতে গিয়ে চোট পান রিজওয়ান। লাফিয়ে উঠে মাটিতে পড়ার সময় তাঁর ডান পায়ে চোট লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাতে থাকেন রিজওয়ান। ছুটে আসেন দলের ফিজিয়ো। বেশ কিছুক্ষণ রিজওয়ানের চোট পরীক্ষা করে দেখেন তিনি। প্রাথমিক চিকিৎসার পরে রিজওয়ান ফের খেলতে শুরু করেন। কিন্তু তাঁকে দেখে স্পষ্ট মনে হচ্ছিল, দৌড়তে সমস্যা হচ্ছে তাঁর। তবে সেই চোট নিয়েই তিনি অসাধারণ ব্যাট করেন। ৭১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। কিন্তু ম্যাচ শেষ হতেই চোটের স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।


 




পাকিস্তান ক্রিকেট দলের তরফে জানানো হয়েছে যে, ভারতের বিরুদ্ধে খেলা শেষে কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিজওয়ানকে। সেখানেই সোমবার তাঁর ডান পায়ে এমআরআই করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে স্ক্যানও করা হয়েছে। রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে রিজওয়ান এশিয়া কাপের বাকি অংশে আর খেলতে পারবেন কি না।


আরও পড়ুন: কোহলির ছন্দে ফেরার প্রার্থনা করেছে গোটা পাকিস্তান, বলছেন 'মারো মুঝে মারো' খ্যাত মোমিন