দুবাই: গত রবিবারে পাকিস্তানকে এশিয়া কাপের (Asia Cup 2022) গ্রুপ পর্বের ম্যাচে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারতীয় দল (IND vs PAK)। আজ একই ময়দানে ফের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচে কে জিতবে সেই নিয়ে জল্পনা, কল্পনার অন্ত নেই। এরই মাঝে পাকিস্তানের এক সমর্থক ইরফান পাঠানের (Irfan Pathan) কাছে জানতে চান এই ম্যাচের ফলাফল কী হবে। ভারতীয় তারকাও কিন্তু যোগ্য জবাবে পাক সমর্থকের মুখ বন্ধ করে দেন।


বুদ্ধিমান ইরফান


২০১৯ সালের বিশ্বকাপের ভারতের বিরুদ্ধ পাকিস্তানের পরাজয়ের পর এক পাকিস্তানি সমর্থকের প্রতিক্রিয়ার ভিডিও গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাঁকে নিয়ে মিমের অন্ত ছিল না। সেই 'মারো মুঝে মারো' ভিডিও খ্যাত পাকিস্তানি সমর্থক মোমিন সাকিব এশিয়া কাপের ম্যাচ দেখতে দুবাইয়ে এসে পৌঁছেছেন। তিনিই ম্যাচের আগে ইরফানকে ম্যাচের ফলাফল নিয়ে প্রশ্ন করেন। ইরফান জবাবে বলেন আজকের ম্যাচে আবারও আগেরবারের ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে। সেই জবাব শুনে মোমিন মশকরা করে জিজ্ঞেস করেন ইরফান কি আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বলছেন? ইরফানও কম যান না, তিনি প্রত্যুত্তরে সঙ্গে সঙ্গে বলেন যে ভারতীয় খেলোয়াড়রা ফর্মে চলে এসেছে, তাই এক বছর নয়, বরং এক সপ্তাহ আগের ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে।


 






ম্যাচে এগিয়ে ভারত


প্রসঙ্গত, গত রবিবার ভারতীয় দল শেষ ওভারে ম্যাচ জিতলেও গোটা ম্যাচে বেশিরভাগ সময়েই ম্যাচের রাশ কিন্তু ভারতীয়দের দখলেই ছিল। সেই ম্যাচটি আবার বিরাট কোহলির শততম টি-টোয়েন্টি ম্যাচও ছিল। ম্যাচের পর এই পাকিস্তানি সমর্থক কোহলির সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছাবার্তাও জানান। ম্যাচের সেরা হার্দিক পাণ্ড্যর সঙ্গেও দেখা যায় তাঁকে। কোহলি, হার্দিক তো ফর্মে আছেনই। বর্তমানে ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদবও। তাই ম্যাচের আগে কিন্তু ইরফানের মতো গৌতম গম্ভীরও মনে করছেন আজকের ম্যাচ জেতার জন্য ভারতই এগিয়ে। এবার দেখার তাঁদের ভবিষ্যদ্বাণী সত্য হয় না কি।


আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের বিশাল চাপ কীভাবে সামলান? ফাঁস করলেন সূর্যকুমার যাদব