দুবাই: কাল এশিয়া কাপের (Asia Cup 2022) দ্বিতীয় ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচের আগে সবার নজর যার দিকে, তিনি হলেন বিরাট কোহলি (Virat Kohli)। নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন কোহলি। প্রথম ভারতীয় হিসাবে তিন ফর্ম্যাটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলার নজির গড়বেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তবে তিনি যে নিজের সেরা ফর্মে নেই, তা আর আলাদা করে বলে দিতে হবে না। প্রায় তিন বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই। জুটেছে প্রবল সমালোচনাও। তবে এই সবের মধ্যেও দল যে কোহলির পাশেই আছেন, তা আবারও একবার প্রমাণিত হয়ে গেল।


ফর্মে ফিরবেন কোহলি, নিশ্চিত রাহুল


ভারত-পাক ম্যাচের আগেই টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) কোহলির পাশে দাঁড়ালেন। সাফ কথায় জানিয়ে দিলেন বাইরের লোকে কে কী বলছে, তাতে খেলোয়াড়রা বেশি কর্ণপাত করেন না। সাংবাদিক সম্মেলনে কোহলি প্রসঙ্গে রাহুল বলেন, 'বাইরের লোক কে কী বলছে, তাতে আমরা বেশি গুরুত্ব দিই না। সকলেরই নিজের নিজের মতামত রয়েছে, তবে তাতে খেলোয়াড়দের উপর তেমন কোনও প্রভাব পড়ে না। বিশেষত বিরাট কোহলির মতো একজন বিশ্বমানের ক্রিকেটারের ক্ষেত্রে তো আরই বাইরের কারুর মতামতে কিছু যায় আসে না। ওঁ নিজের যে স্তর সেট করেছে, তা সাম্প্রতিক সময়ে বজায় রাখতে পারেনি বটে। তবে আমি নিশ্চিত ওঁ দলকে জেতানোর জন্য ও মুখিয়ে আছে। দেশকে জেতানোই বরাবরই ওঁর একমাত্র লক্ষ্য।'


কোহলির পাশে সৌরভও


কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে গত মাসে শেষবার মাঠে নেমেছিলেন। তারপর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে, উভয় সিরিজেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। প্রায় মাসখানেক বিরতির পর ফিরছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই আরও বেশি করে সকলে তাঁর দিকে তাকিয়ে। বোর্ড সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও কিন্তু কোহলির পাশেই দাঁড়াচ্ছেন। সৌরভ নিশ্চিত কোহলি ফর্মে ফিরবেনই। শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ বলেন, 'কোহলির ব্যাটে রান না থাকলেও ও অনেক বড় ক্রিকেটার। অনেক দিন ধরে খেলছে। ওর নিজের একটা ফর্মুলা আছে রান করার। সেটা ঠিক ফিরে পাবে। আর কোনও দিন রান পাবে না, এমনটা হয় না।'


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকাতে চলেছেন বিরাট কোহলি