দুবাই: আজ, শনিবার (২৭ অগাস্ট) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2022)। কালই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা পারদ চড়তে শুরু করেছে। ম্যাচে কিন্তু নিঃসন্দেহে সকলের নজর একজনের দিকেই। তিনি বিরাট কোহলি (Virat Kohli)। কাল পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামলেই কোহলি হাঁকাতে চলেছেন শতরান।
কোহলির সেঞ্চুরি
ব্যাট হাতে প্রায় তিন বছর হতে চলল কোহলির ব্যাটে শতরান নেই। সমালোচনার ঝড় বয়ে গিয়েছে প্রাক্তন ভারতীয় তারকার ফর্মকে কেন্দ্র করে। অনেকে মনে করছেন কোহলির যা ফর্ম, তাতে তাঁর দলে জায়গা পাওয়া আর আগের মতো নিশ্চিত নয়। তবে পাকিস্তানের বিরুদ্ধেই আসতে চলেছে কোহলির সেঞ্চুরি। অবশ্য ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকাবেন কি না, তা সময়ই বলবে। কোহলি সেঞ্চুরি হাঁকাচ্ছেন ম্যাচের নিরিখে। পাকিস্তানের বিরুদ্ধেই কোহলি নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। তিনি মাঠে নামলেই ভারতীয় হিসাবে গড়ে ফেলবেন এক অনন্য রেকর্ড।
প্রথম ভারতীয় এবং বিশ্ব ক্রিকেটে মাত্র দ্বিতীয় ক্রিকেটার (রস টেলর প্রথম) হিসাবে তিন ফর্ম্যাটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলে ফেলবেন কোহলি। এখনও অবধি ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে কোহলি ৫০.১২ গড়ে ৩৩০৮ রান করেছেন। অবশ্য এখনও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি নেই তাঁর। গতবার ভারত-পাকিস্তানের মুখোমুখি সাক্ষাৎকারে ভারতীয় দল চূড়ান্ত ব্যর্থ হয়ে ১০ উইকেটে হারলেও, কোহলি কিন্তু ভালই খেলেছিলেন। ৪৯ বলে ৫৭ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। এশিয়া কাপ এবং পাকিস্তানের বিরুদ্ধে, দুইক্ষেত্রেই কোহলির রেকর্ড বেশ ভাল। তাই কাল যদি 'কিংগ কোহলি'কে আবার স্বমহিমায় দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
ম্যাচের আগে সৌজন্য সাক্ষাৎ
তবে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিন্তু বেশ খোশমেজাজে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ম্যাচের আগে অনুশীলনে পাকিস্তান খেলোয়াড় শাহিন আফ্রিদি, বাবর আজমদের সঙ্গে খোশ গল্প করলেন তিনি। শাহিনের চোট আঘাতের খবর নেওয়ার পর শুভেচ্ছাও পেলেন পাকিস্তান বোলারের পক্ষ থেকে। প্রথমেই বিরাট শাহিনের চোটের বিষয়ে জানতে চান। শাহিন তাঁর জবাব দেওয়ার পরেই কথোপকথনের শেষে বিরাটের উদ্দেশে বলেন, 'আপনার জন্য প্রার্থনা করছি, যাতে আপনি আবার ফর্মে ফিরতে পারেন।' দুইদিন পরেই যে বিরাট তাঁর দলের বিরুদ্ধে খেলতে নামবেন, তাঁর ফর্মের ফেরার জন্য কামনা করার কথা বলে শাহিন প্রমাণ করে দিলেন, দুই দেশের ক্রিকেটারদের মধ্যে একে অপরের প্রতি ঠিক কতটা সম্মান রয়েছে।
আরও পড়ুন: নেটে বল ওড়াচ্ছেন পন্থ-জাডেজা, পাক বোলাররা তৈরি তো?