দুবাই: এশিয়া কাপ (Asia Cup) শুরু হওয়ার আগে ফের ধাক্কা পাকিস্তান শিবিরে (Ind vs Pak)। এবার ছিটকে গেলেন আর এক পেসার। যে কারণে ভারতের বিরুদ্ধে মহারণের আগে কিছুটা হলেও চাপে থাকবে পাক শিবির।
শনিবার শুরু হচ্ছে এশিয়া কাপ। রবিবার ভারত-পাক মহারণ। সেই ম্য়াচের আগে চোটের জন্য ছিটকে গেলেন পাকিস্তানের পেসার মহম্মদ ওয়াসিম (Mohammad Wasim)। তাঁর পরিবর্তে হাসান আলিকে দলে নিয়েছে পাকিস্তান।
কাল থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2022)। রবিবাসরীয় সন্ধ্যায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তার আগে পাকিস্তান শিবিরে (Pakistan Cricket Team) চিন্তার মেঘ। ইতিমধ্যেই চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। এবার ভারতের বিরুদ্ধে নামার আগেই আরেক ফাস্ট বোলারকেও হারাতে হল।
ঝুঁকি নিতে রাজি নয় পাকিস্তান
এশিয়া কাপের জন্য আপাতত দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠেই অনুশীলন সারছে ভারত-পাকিস্তান। গতকাল বৃহস্পতিবারও, ওই একই জায়গায় পাকিস্তান বিকেলে অনুশীলন সারার পর রাতে অনুশীলনে নামে ভারতীয় দল। এই অনুশীলন শেষেই পাকিস্তান দলের তরুণ ফাস্ট বোলার মহম্মদ ওয়াসিম ম্যানেজমেন্টকে তাঁর পিঠের ব্যথার কথা জানান। বুধবার নিজের ২১তম জন্মদিন পালন করা ওয়াসিমের কোমরের নীচের দিকে ব্যথা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। এরপর কোনওরকম ঝুঁকি না নিয়ে পাকিস্তান ম্যানেজমেন্টের তরফে তাঁকে সত্ত্বর এমআরআই স্ক্যানের জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট আসার পর দেখা যায়, খেলার মতো অবস্থায় নেই তরুণ পেসার।
রিপোর্ট অনুযায়ী, ওয়াসিমের খুব বেশি কিছু সমস্যা না হলেও, সামনের ঠাসা মরসুমের আগে কোনওরকম ঝুঁকি নিতে চায় না পাকিস্তান দল। এশিয়া কাপের পর পাকিস্তান নিজেদের দেশে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। সেই সিরিজ শেষের পরই তারা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে উড়ে যাবে। তারপর তো অস্ট্রেলিয়া সফর আছেই। যেখানে প্রায় ৫-৬ সপ্তাহের জন্য শাহিনকে মাঠের বাইরেই থাকতে হবে। সেখানে আরেক ফাস্ট বোলারকে নিয়ে ঝুঁকি নিতে চান না বাবর আজমরা। প্রসঙ্গত, ওয়াসিম এখনও অবধি পাকিস্তানের হয়ে ১১টি টি-টোয়োন্টি খেলে ১৫.৮৮ গড় ও ৮.১ ইকোনমিতে ১৭টি উইকেট নিয়েছেন।
দ্বৈরথের আগে খোশগল্প
প্রসঙ্গত, গতকাল ভারত ও পাকিস্তান দুই দলের খেলোয়াড়দেরই আইসিসির অ্যাকাডেমিতে অনুশীলনের মাঝে বেশ খোশমেজাজে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা যায়। রবিবারের ম্যাচে কোহলিকে থামানোর অঙ্ক কষতে হবে। তবে ম্যাচের আগে কোহলিকে দেখে খোশগল্প জুড়লেন পাকিস্তান কিংবদন্তি তথা বর্তমানে দলের ব্যাটিং পরামর্শদাতা ইউসুফ। সেই ঘটনা ধরা পড়ল ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও।
আরও পড়ুন: এশিয়া কাপ শুরু হওয়ার আগেই সম্ভাব্য বিজেতার নাম জানিয়ে দিলেন শেন ওয়াটসন