দুবাই: মাঠে তাঁরা প্রবল প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে সেই রেষারেষির রেশ নেই। বরং সেখানে ভারত ও পাকিস্তান (Ind vs Pak), দুই দেশের ক্রিকেটারেরাই যেন পরম বন্ধু। একে অপরের সঙ্গে আড্ডা মারেন। করেন খুনসুটিও।
রবিবারও যে ছবি অপরিবর্তিত ছিল। এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ শেষ হওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) ও হ্যারিস রউফকে (Haris Rauf) মাঠের বাউন্ডারি লাইনের ধারে আলাদা করে কথা বলতে দেখা গেল। বিরাটের কাছে জার্সির আবদার করেন পাকিস্তানের পেসার। বিরাট সঙ্গে সঙ্গেই তাঁর ম্যাচের জার্সিটি উপহার দেন ডানহাতি পাক পেসারকে। ১৮ নম্বর জার্সিতে বিরাটের নামের নীচে অটোগ্রাফও করে দেন কোহলি। হ্যারিসকে দেখা যায় কোহলিকে ধন্যবাদ জানাতে।
পরে সেই ভিডিও শেয়ার করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লেখা হয়, 'ম্যাচ হয়তো শেষ হয়ে গিয়েছে কিন্তু এই মহূর্তগুলি উজ্জ্বল থেকে যাবে। ভারত-পাকিস্তান ম্যাচের শেষে স্বাক্ষরিত জার্সি হ্যারিস রউফের হরাতে তুলে দিলেন বিরাট কোহলি'।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করেছে ভারত। রোহিত শর্মাদের (Rohit Sharma) খেলায় খুশি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। টিম ইন্ডিয়ার উচ্ছ্বসিত প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।
আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাচ্ছেন, হার্দিক যেন ধোনির প্রতিচ্ছবি
তবে ম্যাচে একটা সময় যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই জায়গা থেকে দলকে জেতান হার্দিক পাণ্ড্য। ভারতীয় ক্রিকেটাররা মাথা ঠান্ডা রেখে জয়সূচক রান তুলতে পারায় সন্তুষ্ট বিসিসিআই সভাপতি। সোমবার দুপুরে ট্যুইটারে রোহিতদের শুভেচ্ছা জানান সৌরভ। প্রশংসা করেন ভারতীয় ক্রিকেটারদের মানসিকতার। সৌরভ লেখেন, 'এশিয়া কাপের শুরুতেই এই জয় ভারতের জন্য ভাল ফল। কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পেরেছে দল।'