দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের এশিয়া কাপ (Asia Cup)। যে ম্য়াচের আগে ভারতীয় ব্যাটারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পাক কোচ সাকলিন মুস্তাক। জানিয়েছেন, শাহিন শাহ আফ্রিদি না থাকলেও পাকিস্তানের বাকি বোলাররা বিশ্বের যে কোনও ব্যাটিংয়ে ধ্বংস করে দিতে পারে।


আর সাকলিনের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পোস্ট করা হয়েছে। সেখানে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজাকে নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে। নেটে বিধ্বংসী মেজাজে বল ওড়াচ্ছেন দুই তারকা। একের পর এক বল আছড়ে পড়ছে গ্যালারিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়েছে, 'হোয়্যাক, হোয়্যাক, হোয়্যাক, সৌজন্যে রবীন্দ্র জাডেজা ও ঋষভ পন্থ'। যেন প্রতিপক্ষ বোলারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভারতের দুই তারকা।






এশিয়া কাপে ভারতের অভিযান শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। তার ওপর প্রথম ম্যাচেই ভারত-পাক মহারণ। তার আগে খোশমেজাজে রোহিত শর্মা (Rohit Sharma)।


দুবাইয়ে অনুশীলন শেষ হতেই একপায়া স্কুটারে চড়ে গোটা আইসিসি অ্যাকাডেমি (Dubai ICC Academy) ঘুরে বেড়ালেন রোহিত শর্মা (Rohit Sharma)। এ ভাবেই পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এশিয়া কাপ (Asia Cup 2022) অভিযান শুরু করার আগে ফুরফুরে মেজাজে দেখা গেল টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই রোহিতকে স্কুটার চালাতে দেখা গিয়েছে। 


আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতেই অনুশীলন করছে ভারতীয় দল। প্র্যাক্টিস শেষ হওয়ার পর রোহিতকে বিশেষ ধরনের স্কুটার চালাতে দেখা গিয়েছে। মাঠের বাইরে স্কুটার চালানোর পাশাপাশি রোহিতকে মাঠের ভিতরেও ঘুরতে দেখা গিয়েছে। 






নেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন ভারত অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে রোহিতকে দেখা যাচ্ছে আর অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের বলে একের পর এক গগনচুম্বী ছক্কা মারতে। যা দেখে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মন্তব্য করছেন, এশিয়া কাপে রোহিত এরকম ছন্দে থাকলে ভারতের ভাল ফলাফল হবেই।


আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে মহারণের আগে পাকিস্তানের চিন্তা বাড়াচ্ছে তরুণ ফাস্ট বোলারের ফিটনেস