মুম্বই: শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ (Asia Cup 2022) এবার হচ্ছে না। এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও মোটামুটি এই খবরে সিলমোহর পড়া শুধু সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্র নয়, সংযুক্ত আরব আমিরশাহিতেই (UAE) হতে চলেছে আসন্ন এশিয়া কাপ (Asia Cup)। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly) এই প্রসঙ্গে বলেন, ''একমাত্র সংযুক্ত আরব আমিরশাহি(Amirshahi) এমন জায়গা, যেখানে বৃষ্টির সম্ভাবনা নেই। নইলে বছরের মাঝামাঝি সময়ে উপমহাদেশের সব প্রান্তেই বৃষ্টি হয়। কিন্তু ওই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাই আমিরশাহিতেই টুর্নামেন্ট আয়োজন করা হবে।''


তবে সূত্রের খবর, এশিয়া কাপ আয়োজনের অন্যতম দাবিদার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তাঁরাও এই টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছে। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনও সিদ্ধান্ত নেয়নি এখনও। লঙ্কা ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত কী জানায়, তার অপেক্ষায় রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সূত্রের খবর, বৃহস্পতিবার লঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে একপ্রকার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এশিয়া কাপ আয়োজন করতে ইচ্ছুক নয়। উল্লখ্য, দেশের এই অচলাবস্থার মধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছে লঙ্কা ক্রিকেট দল। আবার পাকিস্তান এই মুহূর্তে শ্রীলঙ্কাতেই রয়েছে। বাবর আজমরা সেখানে গল স্টেডিয়ামে এই মুহূর্তে সিরিজের প্রথম টেস্ট খেলছেন। কিন্তু এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নিতে চাইছে না লঙ্কা ক্রিকেট বোর্ড।


শ্রীলঙ্কাজুড়ে তীব্র জ্বালানি সঙ্কট। এর মধ্যেই ডিজেল ভর্তি ২টি জাহাজ আজ ভোরে পৌঁছয় কলম্বো বন্দরে। সোম অথবা মঙ্গলবার পেট্রোল বোঝাই আরও একটি জাহাজ কলম্বোয় আসার কথা। জ্বালানির দাম মিটিয়ে দেওয়া হয়েছে বলে শ্রীলঙ্কা প্রশাসন সূত্রে খবর। 


উল্লেখ্য়, উল্লেখ্য, হিংসা থিতিয়ে এলেও, রাজনৈতিক টালামাটাল অবস্থা এখনও অব্যাহত শ্রীলঙ্কায়। সর্বদলীয় সরকার গড়তে পদত্যাগের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। তাতে সব বিরোধী দলও নিমরাজি হয়েছিল।