পাল্লেকেলে: শনিবার এশিয়া কাপে (Asia Cup) মহারণ। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারত অভিযান শুরু করছে। প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Ind vs Pak)। যারা প্রথম ম্যাচে নেপালকে গুঁড়িয়ে দিয়ে ম্যাচ জিতেছে।
পাল্লেকেলে স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে কারা খেলবেন, তা নিয়ে চলছে নানারকম জল্পনা। ভারতীয় দল নিয়ে নানারকম কাটাছেঁড়া চলছে। রোহিত শর্মা ইনিংস ওপেন করবেন তা নিশ্চিত। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, রোহিতের সঙ্গী হবেন কে?
শুভমনই প্রথম পছন্দ। তবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচে তাঁর রান ছিল ৩, ৭, ৬, ৭৭ ও ৯। কেউ কেউ তাঁর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের সেরা ক্রিকেটার ঈশান কিষাণকে দিয়ে ইনিংস ওপেন করানোর সম্ভাবনার কথা বলছেন। টিম ম্যানেজমেন্টও মনে করে, ওপেনিংয়ে বেশি সাবলীল ঈশান। কে এল রাহুল ফিট না হওয়ায় উইকেটকিপার হিসাবে ঝাড়খণ্ডের তরুণের খেলা কার্যত নিশ্চিত। সম্ভবত বাইরেই বসতে হবে সঞ্জু স্যামসনকে। রোহিতের সঙ্গে ঈশান ওপেন করলে শুভমন নামতে পারেন নীচের দিকে। আবার শুভমনের বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে শ্রেয়স ও তিলক - দুজনই খেলতে পারেন একাদশে।
তিন নম্বরে সম্ভবত বিরাট কোহলি। চোট সারিয়ে ফেরা শ্রেয়স আইয়ারকে সরাসরি পাকিস্তান ম্যাচে খেলানো হবে কি না, ধন্দ রয়েছে। কেউ কেউ চার নম্বরে তিলক বর্মাকে খেলানোর কথা বলছেন। পাল্লেকেলেতে স্পিনাররা সাহায্য় পাবেন। তিলক খেললে স্পিন বোলিংও করবেন। ছয় ও সাতে হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা কার্যত নিশ্চিত। তিন পেসার হিসাবে খেলতে পারেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ়। সঙ্গে স্পেশ্যালিস্ট স্পিনার কুলদীপ যাদব। তবে কোনও কোনও মহল থেকে শামি বা সিরাজের পরিবর্তে শার্দুল ঠাকুরকে খেলানোর সম্ভাবনার কথাও বলা হচ্ছে। শার্দুল খেললে ব্যাটিংয়ের গভীরতা বাড়বে।
পাকিস্তান দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা কম। নেপাল ম্যাচের একাদশকেই খেলানোর সম্ভাবনা। শাহিন শাহ আফ্রিদির চোট রয়েছে বলে একটা খবর ইতিউতি ঘুরছে। যদিও পাক শিবির থেকে বলা হচ্ছে, শাহিন ফিট।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার/তিলক বর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সলমন, ইফতিকার আমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন