কলম্বো: গোটা ক্রিকেটবিশ্বের নজর ছিল ২ সেপ্টেম্বরের দিকে। চার বছর পর সেদিন ওয়ান ডে ক্রিকেটে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ - ভারত ও পাকিস্তান (Ind vs Pak)। রোমাঞ্চের রসদও তৈরি হয়েছিল ম্যাচে। শুরুতেই পাক পেসারদের দাপট। রোহিত শর্মা-বিরাট কোহলিদের ব্যর্থতা। তারপর ভারতের প্রত্যাঘাত। সৌজন্যে ঈশান কিষাণ ও হার্দিক পাণ্ড্যর দুরন্ত ইনিংস।


কিন্তু পাল্লেকেলেতে এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ পর্বের সেই ম্যাচে খলনায়ক হয়েছিল বৃষ্টি। ভারতের ব্যাটিংয়ের পর পাকিস্তান ইনিংস শুরুই করা যায়নি। ম্যাচ পণ্ড হয়। দুই দলের পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়।


এশিয়া কাপের সুপার ফোরে ফের মুখোমুখি দুই দেশ। রবিবার ভারত-পাক দ্বৈরথ কি ফের ভেস্তে যেতে পারে বৃষ্টিতে?


আবহাওয়া দফতর থেকে এরকম আশঙ্কার কথা বলা হয়েছে। রবিবার ভারত-পাক ম্যাচ যদিও পাল্লেকেলেতে নয়, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেদিল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। এছাড়াও সারাদিন বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টি। আর সন্ধ্যার পর অবনতি হবে আবহাওয়ার। 


এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে বুধবার বাংলাদেশকে ৭ উইকেটে দুরমুশ করল পাকিস্তান (Pak vs Ban)। সুপার ফোরের প্রথম ম্যাচে সহজেই জয় ছিনিয়ে নিলেন বাবর আজমরা। ১০.৩ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেল পাকিস্তান। ফলে, নেট রান রেটের দিক থেকেও ভাল জায়গায় থাকল পাকিস্তান।


লক্ষ্য ছিল মাত্র ১৯৪ রানের। ৩৯.৩ ওভারে সেই লক্ষ্যে পৌঁছে গেল পাকিস্তান। ম্যাচের প্রথমার্ধে দাপট দেখালেন পাক পেসাররা। পরের অর্ধে ব্যাট হাতে দাপট দেখালেন ইমাম উল হক ও মহম্মদ রিজওয়ান। ইনিংস ওপেন করতে নেমে ৮৪ বলে ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেললেন ইমাম। চার নম্বরে নেমে মহম্মদ রিজওয়ান ৬৩ রানে অপরাজিত রইলেন।


গ্রুপ পর্বে নেপালকে একপেশেভাবে হারিয়েছিলেন বাবর আজ়মরা। ভারতও নেপালের বিরুদ্ধে সহজেই জিতেছিল। সুপার ফোরের চার দলের মধ্যে থেকে ফাইনালে জায়গা করে নেবে দুই দল। তাই ভারত-পাক ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকবেন সকলে। বৃষ্টিতে যাতে না সেই ম্যাচ ভেস্তে যায়, প্রার্থনা করছে গোটা ক্রিকেটবিশ্ব।      


আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনে আলাকারাজ়ের ম্যাচ দেখতে দর্শকাসনে হাজির ধোনি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial