কলম্বো: এশিয়া কাপের (Asia Cup Super 4) সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে আজ ভারতীয় দল। (Indian Cricket Team) গতকাল পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত বাহিনী। ২২৮ রানের বিশাল ব্য়বধানে বাবর আজমদের হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। আজ ফের একবার ২২ গজে নামতে চলেছেন বিরাটরা। এবার সামনে লঙ্কা শিবির। নিজেদের ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের লড়াইয়ে খেলতে নামবে তারা। এর আগে সুপার ফোরে একটি ম্যাচ জিতে রয়েছে দাসুন শনাকার দলও। বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল তারা। ২ টো দলের কাছেই সুযোগ থাকছে আজকের ম্য়াচ জিতে ফাইনালের টিকিট মোটামুটি পাকা করতে। (India vs Sri Lanka) 


কাদের ম্যাচ?


আগামীকাল ১২ সেপ্টেম্বর, ভারত বনাম শ্রীলঙ্কা, এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচ









খেলাটি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে





কখন শুরু ম্যাচ?




খেলাটি শুরু হবে বিকেল ৩ থেকে, তার ৩০ মিনিট আগে হবে টস


কোথায় দেখবেন ম্যাচ?


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক


অনলাইন স্ট্রিমিং


ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই খেলার


বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য হিসেবে ভারতীয় দলের কাছে এশিয়া কাপ একটা বড় মঞ্চ। এখনও পর্যন্ত দলের ক্রিকেটারদের পারফরম্যান্স গ্রাফও বেশ ভাল। রানে ফিরেছেন রোহিত, গিল। শতরান পেয়েছেন চোট সারিয়ে ফেরা কে এল রাহুল। ধারাবাহিক রান করছেন বিরাট কোহলিও। স্পিনারদের মধ্যে গতকালই ৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তবে আবহাওয়া এবারের টুর্নামেন্টে ভারতের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। সুপার ফোরে গতকাল রিজার্ভ ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। কিন্তু এর ফলে টানা তিনদিন মাঠে নামতে হচ্ছে ভারতকে। এই পরিস্থিতিতে ছেলেরা ফর্মে থাকলেও আজকের ম্য়াচে ক্লান্তি একটা ইস্যু হতে পারে।


গতকাল ম্য়াচে জয়ের পর বিরাট কোহলিও সেই বিষয় সম্পর্কে জানিয়েছিলেন। আর্দ্রতা অত্যাধিক কলম্বোতে এখন। তার মধ্য়ে গতকাল প্রায় ২৫ ওভার ব্যাটিং করার পর ৩২ ওভার ফিল্ডিংও করতে হয়েছে কোহলি ও রাহুলকে। গতকাল ম্য়াচের সেরার পুরস্কার নিয়ে কোহলি বলেছিলেন, ''আমার ১৫ বছরের কেরিয়ারে এই প্রথম ওডিআই ম্যাচ খেলার পর ফের নামতে হচ্ছে। তবে কোনও রকম সমস্যা হবে না। কারণ আমরা প্রত্যেককেই টেস্ট ক্রিকেটার। আমরা সৌভাগ্যবান টেস্ট ক্রিকেটার হয়ে, তাই জানি কিভাবে ম্যাচে ফিরে আসতে হয়। এছাড়াও আমি এই স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই।''