মুম্বই: এশিয়া কাপের (Asia Cup 2023) স্কোয়াডে সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তার বদলে দলে ঢুকে পড়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ১৭ সদস্য়ের ভারতীয় দলে (Indian Cricket Team) হরিনায়ার লেগস্পিনারকে কেন নেওয়া হয়নি, তা নিয়ে এবার মুখ খুললেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। কুলদীপ কেন চাহালকে টেক্কা দিয়ে দলে ঢুকে পড়েছেন, তারও যুক্তি দিয়েছেন কিংবদন্তি এই ব্য়াটার। লিটল মাস্টার বলেন, ''দলের ভারসাম্য বজায় রাখার জন্যই হয়ত চাহালকে স্কোয়াডে রাখা হয়নই। কুলদীপ এই বিষয়ে টেক্কা দিয়েছে, কারণ ব্যাট হাতে চাহালের থেকে কিছুটা এগিয়ে থাকবে কুলদীপ। তাই হয়ত ব্যাটের হাতও ভাল বলে ওকে দলে নেওয়া হয়েছে। বাঁহাতি ব্যাটার হিসেবে বৈচিত্র্য আনার জন্য এই দল ঘোষণা করা হয়েছে।''


উল্লেখ্য, একসময় সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। কিন্তু ইদানীং তাঁকে ধারাবাহিক সুযোগ দেওয়া হয় না একাদশে। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে সিরিজেও দলে নেই তিনি। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবার এশিয়া কাপের (Asia Cup) দল থেকে বাদ পড়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি মেঘে ঢাকা সূর্যের ইমোজি এবং একটি সম্পূর্ণ সূর্যের ইমোজি। মাঝে রয়েছে একটি তির। যার মাধ্যমে চহাল বোঝাতে চেয়েছেন, অন্ধকার থেকে আলোয় ফিরবেনই। হ্যাঁ, ভারতীয় দলে যে তিনি চেনা ছন্দেই কামব্যাক করবেন, সেই ইঙ্গিতই দিয়েছেন হরিয়ানার এই লেগস্পিনার। 


উল্লেখ্য, এশিয়া কাপের স্কোয়াডে একমাত্র লেগস্পিনার হিসেবে কুলদীপ যাদবকে নেওয়া হয়েছে। দলে জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিনও। কুলদীপের সাম্প্রতিক পারফরম্য়ান্সই তাঁকে চাহালের তুলনায় এগিয়ে রেখেছিল দল নির্বাচনের সময়। যার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের একটি ম্যাচেও চাহাল যেখানে সুযোগ পাননি, সেখানে কুলদীপকে একাদশে দেখা গিয়েছে। তবে কি কুল-চা জুটির ২ মুখই এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী? বিষয়টাকে এভাবে অবশ্য দেখছেন না চাহাল। আইপিএলের পর প্রথম ম্যাচ খেলেছিলেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে। সেই ম্যাচে সফল হওয়ার পর চাহাল এক সাক্ষাৎকারে বলেন, ''দলের ভারসাম্য বজায় রাখাটাই আমাদের প্রথম প্রধান প্রায়োরিটি। ৭ নম্বর পজিশনে আমাদের সাধারণ স্পিনার অলরাউন্ডারই খেলে থাকে। সেক্ষেত্রে রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলের মধ্যে একজনই খেলবেন। তিনজন স্পিনার তখনই খেলার সুযোগ পাবে, যখন স্পিন সহায়ক উইকেটে খেলা হবে।''