কলকাতা: বিশ্বের সেরা ছয়জন ডিরেক্টরকে নিয়ে অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করেছে টিম 'জওয়ান' (Jawan) । আপাতত এই খবরেই সরগরম বলিউড। স্পিরো রাজাতোসের পাশাপাশি ইয়ানিক বেন, ক্রেগ ম্যাক্রে, কেচা খামফাকদি, সুনীল রড্রিগস, আনাল আরাসুর মত বিশ্ববিখ্য়াত অ্য়াকশান ডিরেক্টররা অ্য়াটলি পরিচালিত এই ছবির অ্যাকশন সিকোয়েন্স পরিচালনা করবেন।
অ্য়াকশান-বিনোদনে ভরপুর 'জওয়ান' ছবির দুটো গান, 'জিন্দা বান্দা' ও 'ছালেয়া' মুক্তি পেয়েছে ইতিমধ্য়েই।
উল্লেখ্য়, দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন বলিউডের বাদশাহ। (Shah Rukh Khan) তাঁর বিপরীতে লেডি সুপারস্টার নয়নতারা। ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'জওয়ান'। এক বিনোদন সংস্থার প্রতিবেদন অনুসারে, 'জওয়ান' ছবির তৈরির বাজেট ছিল ৩০০ কোটি টাকা। তাঁর দর্শকের বড়পর্দায় শ্রেষ্ঠ অভিজ্ঞতা প্রদানের জন্য প্রচুর অর্থব্যয় করেছেন শাহরুখ, খবর এমনই। এছাড়াও প্রেক্ষাগৃহই সিনেমা দেখার সেরা মাধ্যম বলে মনে করেন অ্যাটলিও (Atlee), খবর সূত্রের।
আরও পড়ুন...
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়
ওই প্রতিবেদনে আরও দাবি করা হয় যে শাহরুখ খান আগেই বুঝেছিলেন এই বছরে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম ছবি 'পাঠান' উত্তেজনার পারদ তুলবে চূড়ায় এবং সেই কথা মাথায় রেখেই তিনি 'জওয়ান'কে আরও বড় করে পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ছবির দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যের শ্যুটিং নাকি বিশাল সেট-আপে হয়েছে। সিদ্ধার্থ আনন্দের ছবিতে ব্যবহৃত 'গ্রিন স্ক্রিন'-এর বদলে অ্যাটলির ছবির জন্য বিশাল সেট তৈরি করা হয়েছিল, খবর সূত্রের, যাতে দৃশ্যগুলি আরও বাস্তব মনে হয়।
শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান' তৈরিতে খরচ হয়েছিল ২৫০ কোটি টাকা। বক্স অফিসে একাধিক রেকর্ড ভাঙে এই ছবি। এই ছবি কিং খানের কেরিয়ারের সবচেয়ে বড় হিট হিসেবে উঠে আসে। তার আগে তৈরি কিং খানের শেষ ছবি 'জিরো' তৈরিতে খরচ হয়েছিল ২০০ কোটি টাকা, 'দিলওয়ালে' তৈরি হয়েছিল ১৩৫ কোটি টাকায়। অন্যদিকে 'রা ওয়ান' তৈরির সময় খরচ হয় ১৩০ কোটি টাকা, 'ফ্যান' ছবিতে খরচ হয় ১২০ কোটি, 'রইজ' ছবিতে ৯৫ কোটি ও 'হ্যাপি নিউ ইয়ার' ছবির জন্য খরচ হয় ১৫০ কোটি টাকা।
'জওয়ান' ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও নয়নতারা। এছাড়াও ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মলহোত্র, রিধি ডোগরা প্রমুখ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন