Asia Cup 2023 Live: দ্বিতীয় ইনিংসে এক বলও খেলা সম্ভব হল না, বৃষ্টির জেরে বাতিল ভারত-পাকিস্তানের ম্যাচ

Asia Cup 2023, IND Vs PAK Live Updates: পাল্লেকেলে স্টেডিয়ামের ওয়ান ডে রেকর্ড অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করে তোলার মতোই। কারণ, এই মাঠে ওয়ান ডে-তে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 02 Sep 2023 10:22 PM
Ind vs Pak Live: বাতিল ম্য়াচ

শেষ হাসি হাসলেন বরুণদেবই। বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল ভারত-পাকিস্তানের ম্যাচ।

IND vs PAK: কত রান তাড়া করতে হবে পাকিস্তানকে?

৪০ ওভারের ম্যাচ হলে পাকিস্তানকে জয়ের জন্য ২৩৯, ৩০ ওভার হলে ২০৩ এবং ২০ ওভারের ম্যাচ হলে ১৫৫ রান তাড়া করতে হবে। 

Ind vs Pak Live: প্রতীক্ষা অব্যাহত

বৃষ্টি কমে যাওয়ার পর ম্যাচ প্রায় শুরু হবে হবে এমন মুহূর্তে ফের একবার ঝমঝমিয়ে নামে বৃষ্টি। সাজঘরে ফিরে যেতে বাধ্য হন খেলোয়াড়রা।  

IND vs PAK: মাঠে ভারতীয় দল

মাঠে ইতিমধ্যেই ভারতীয় দল নেমে পড়েছে। বুমরা, হার্দিকরা গা গরম করাও শুরু করে দিয়েছে।

Ind vs Pak Live: থেমেছে বৃষ্টি

অবশেষে বৃষ্টি থেমেছে। আম্পায়াররা পরিদর্শনের জন্য মাঠে নেমেছেন। এবার দেখার কখন খেলা শুরু হয়।

IND vs PAK: ফের বৃষ্টি

ফের পাল্লাকেলেতে বৃষ্টি নেমেছে। এর আগেও দুইবার বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটেছে। আবার বৃষ্টি নামায় ওভার কমার সম্ভাবনা বাড়ছে।

Ind vs Pak Live: ২৬৬ অল আউট ভারত

বড় শট হাঁকাতে গিয়ে আউট হলেন যশপ্রীত বুমরা। তবে তিনি ১৬ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন। ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অল আউট হল ভারত। 

IND vs PAK: ২৫০ রানের গণ্ডি পার

৪৬ ওভার শেষে ভারত আট উইকেট হারিয়ে ২৫০ রানের গণ্ডি পার করল। ভারতের বর্তমান স্কোর ২৫২/৮।

Ind vs Pak Live: শাহিনের জোড়া সাফল্য

ঈশানের পর শতরান হাতছাড়া করলেন হার্দিক পাণ্ড্যও। শাহিন আফ্রিদির মন্থর গতির বলে পরাস্ত হয়ে মিড অফে ক্যাচ দিয়ে বসেন হার্দিক। ৯০ বলে ৮৭ রান করে ফিরলেন তিনি। তবে ভারতকে চাপের মুখ থেকে রক্ষা করেছেন তিনি। একই ওভারে রবীন্দ্র জাডেজাও ফেরালেন তিনি। ৪৪ ওভার শেষে ভারতের স্কোর ২৪২/৭।

IND vs PAK: শতরান হাতছাড়া

ঈশান কিষাণ-হার্দিক পাণ্ড্যর ১৩৮ রানের পার্টনারশিপ ভাঙলেন হ্যারিস রউফ। ৮২ রানে আউট হলেন ঈশান। ২০৪ রানে পঞ্চম উইকেট হারাল ভারত। 

Ind vs Pak Live: হার্দিকের অর্ধশতরান

৬২ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন হার্দিক পাণ্ড্য। পঞ্চম উইকেটে হার্দিক ও ঈশান ইতিমধ্যেই ১১২ রান যোগ করে ফেলেছেন।  ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ১৭৮/৪। 

IND vs PAK: ১৫০ রানের গণ্ডি পার

৩১তম ওভারে ১৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। হার্দিক পাণ্ড্য ও ঈশান কিষাণ দুইজনেই ভাল ছন্দে ব্যাট করছেন। ঈশান ৫৮ ও হার্দিক ৪৩ রানে ব্যাট করছেন। ভারতের বর্তমান স্কোর ১৫৬/৪।

Ind vs Pak Live: ৫৪ বলে হাফসেঞ্চুরি ঈশান কিষাণের

৫৪ বলে হাফসেঞ্চুরি ঈশান কিষাণের। ৩০ ওভারের শেষে ভারতের স্কোর ১৪৯/৪।

Ind vs Pak Live Updates: ২৬ ওভারের শেষে ভারতের স্কোর ১৩৪/৪

২৬ ওভারের শেষে ভারতের স্কোর ১৩৪/৪। ৪৮ রান করে ঈশান কিষাণ ও ৩২ রান করে হার্দিক পাণ্ড্য ক্রিজে।

IND vs PAK: শতরানের গণ্ডি পার করল ভারত

১৯.৪ ওভারে শতরানে গণ্ডি পার করল ভারতীয় দল। ২০ ওভার শেষে ভারতের স্কোর ১০২/৪। বর্তমানে হার্দিক ১৬ ও ঈশান ৩২ রানে ব্যাট করছেন। 

IND vs PAK Live: গিলও আউট

ঠিক যেন কোহলির কার্বন কপি। কোহলির মতোই পঞ্চম স্টাম্পের বলে প্লেড-অন হয়ে আউট হলেন শুভমন গিল। গোটা ইনিংস জুড়েই ছন্দ খুঁজে পেতে চাপে পড়েন শুভমন গিল। শেষমেশ রউফের বলে ১০ রানে ফেরেন তিনি। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৮৩/৪।

IND vs PAK: ছন্দে ঈশান, মন্থর ব্যাটিং শুভমনের

ব্যাট হাতে বেশ ছন্দে দেখাচ্ছে ঈশান কিষাণকে। তবে শুভমন গিল বেশ দেখেশুনে, খানিকটা মন্থর গতিতেই ব্যাটিং করছেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৬৬/৩। ঈশান ১৫ বলে ১৩ ও গিল ৩১ বলে ১০ রানে ব্যাট করছেন।

IND vs PAK Live: ফের বন্ধ ম্যাচ

ফের একবার বৃষ্টির জন্য ম্যাচ স্থগিত হয়ে গেল। বর্তমানে ভারতের স্কোর ১১.২ ওভারে ৫১/৩। 

IND vs PAK: তৃতীয় উইকেটের পতন

 ৪৮ রানে তৃতীয় উইকেট হারাল ভারতীয় দল। ছন্দে দেখানো শ্রেয়স আইয়ার হ্যারিস রউফের শর্ট বলে জোরাল পুল শট মারলেও, বল সরাসরি ফখর জামানের হাতে যায়। নয় বলে ১৪ রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৪৮/৩।

IND vs PAK Live: কোহলি আউট

রোহিতের পর কোহলিও আউট। তাঁকে ৪ রানে বোল্ড করে সাজঘরে ফেরান শাহিন আফ্রিদি। ২৭ রানেই দুই উইকেটে হারিয়ে ফেলল ভারতীয় দল।

IND vs PAK: আউট রোহিত

বৃষ্টি থামতেই খেলা শুরু। ব্যক্তিগত ১১ রানের মাথায়ই শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে ফিরলেন রোহিত শর্মা।

IND vs PAK Live: ৪.২ ওভার খেলা হতেই নামল বৃষ্টি

৪.২ ওভার খেলা হতেই নামল বৃষ্টি। বিনা উইকেট ১৫ রান বোর্ডে তুলে নিয়েছে ভারত। ক্রিজে আছেন রোহিত শর্মা ও শুভমন গিল। ভারত অধিনায়ক ১১ রানে অপরাজিত রয়েছেন। অন্যদিকে এখনও রানের খাতা খুলতে পারেননি গিল।

IND vs PAK: ৩ ওভার শেষে ভারতের স্কোর ১৪/০

৩ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ১৪ রান বোর্ডে তুলে নিল ভারত। ১১ রান করে ক্রিজে আছেন রোহিত শর্মা। এখনও খাতা খোলেননি শুভমন গিল। 

IND vs PAK Live: প্রথম ওভারে ভারতের স্কোর ৬/০

প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৬ রান তুলে নিল ভারত। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ওভারে বল করতে এলেন নাসিম শাহ।

IND vs PAK: প্রথম ওভারেই বাউন্ডারি রোহিতের

খেলা শুরু। প্রথম ওভারে শাহিনের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকালেন রোহিত শর্মা।

IND vs PAK Live: পেস বিভাগে খেলছেন বুমরা, সিরাজ

২ পেসার যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে দলে নিয়ে একাদশ সাজিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

IND vs PAK: চোট সারিয়ে দলে ফিরলেন শ্রেয়স

নির্ধারিত সময়ই হল টস। দলে ফিরলেন শ্রেয়স আইয়ার। সুযোগ পেলেন ঈশান কিষাণও।

IND vs PAK Live: টস জিতল ভারত

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। 

প্রেক্ষাপট

ক্যান্ডি:  শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ (Asia Cup)। পাকিস্তান জয় দিয়ে অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন শনিবারের জন্য। কারণ শনিবারই এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। আর প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Ind vs Pak)।


পাল্লেকেলে স্টেডিয়ামের ওয়ান ডে রেকর্ড অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করে তোলার মতোই। কারণ, এই মাঠে ওয়ান ডে-তে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। পাল্লেকেলে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত। ৩টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। জয়যাত্রা শুরু হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। বিরাট কোহলির নেতৃত্বে দুটি ম্যাচ জিতেছে ভারত। তিন ম্যাচেই ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।    


চোট সারিয়ে দলে ফিরেছেন যশপ্রীত বুমরা। পাল্লেকেলে স্টেডিয়ামে ডানহাতি পেসারের ঈর্ষণীয় রেকর্ড রয়েছে। এখানে একটি ওয়ান ডে ম্যাচে ৫টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরা। আর একটি ম্য়াচে নিয়েছিলেন ৪ উইকেট। এই মাঠে ২০১২ সালে ৫ উইকেট নিয়েছিলেন ইরফান পাঠানও। পেসারদের জন্য সাহায্য় থাকে পিচে। লাইন-লেংথে অভ্রান্ত থাকলে পেসাররাও বিপাকে ফেলতে পারেন ব্যাটারদের। তবে ব্যাটারদের জন্যও রসদ রয়েছে পিচে। এই মাঠে রোহিত শর্মার ওয়ান ডে সেঞ্চুরি রয়েছে।


পাল্লেকেলেতে পাকিস্তানের ওয়ান ডে রেকর্ড ঠিক উল্টো। এই মাঠে ৫টি ম্যাচ খেলে তিনটিতে পরাজয় হজম করতে হয়েছে পাক শিবিরকে। নিউজ়িল্যান্ডের কাছে একবার আর শ্রীলঙ্কার কাছে দুবার পরাস্ত হয়েছে পাকিস্তান। তবে ২০১৫ সালের পর থেকে এই মাঠে আর ওয়ান ডে ম্যাচ খেলেনি পাকিস্তান।





 




 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.