কলম্বো: বৃহস্পতিবার ভারতের নেটে পুরোদমে প্র্যাক্টিস করতে দেখা গিয়েছিল তাঁকে। যে ছবি দেখে সকলে ধরেই নিয়েছিলেন যে, এশিয়া কাপে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে খেলানো হবে তাঁকে।


কিন্তু খেলছেন না শ্রেয়স আইয়ার। বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে দলে পাঁচ-পাঁচটি পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া। তিলক বর্মার ওয়ান ডে অভিষেক হচ্ছে এই ম্যাচে। সেই সঙ্গে খেলছেন সূর্যকুমার যাদব, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর। কিন্তু তাও সুযোগ হয়নি শ্রেয়সের। যা দেখে অনেকে বেশ অবাকই হয়েছিলেন। ভারতীয় ক্রিকেটমহলে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, তাহলে কি এখনও ফিট নন মুম্বইয়ের তারকা?


ভারত-বাংলাদেশ ম্যাচ শুরু হওয়ার পরই জানা গেল, শ্রেয়সের ঠিক কী সমস্যা। ভারতীয় দল থেকে বিবৃতি দিয়ে জানাল যে, শ্রেয়সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি এখনও খেলার মতো জায়গায় আসেননি।


পিঠের চোটের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পাকিস্তান ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন শ্রেয়সের ব্যাক স্প্যাজ়ম হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার (Team India) মেডিক্যাল দলের পরামর্শে তিনি মাঠেও আসেননি। এতদিন পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরে আবারও শ্রেয়স চোটের কবলে পড়ায় ভারতীয় সমর্থকদের উদ্বেগ বেড়েছিল। 


শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটা কেবল নিয়মরক্ষারই। সেই ম্যাচের আগেই ভারতীয় অনুশীলনে ফিরেছিলেন শ্রেয়স আইয়ার। টিম ইন্ডিয়ার ঐচ্ছিক অনুশীলনে শ্রেয়স যোগ দেন এবং বেশ খানিকটা সময় ব্যাটিংও করেন তিনি। শ্রেয়সের স্পিন খেলার ও দ্রুত গতিতে রান করার পাশাপাশি স্ট্রাইক বদল করার দক্ষতা কিন্তু তাঁকে ভারতীয় দলের অপরিহার্য অঙ্গ করে তুলেছে। তাই তিনি ফিট হলে একাদশে ফেরার প্রবল দাবিদার।


এশিয়া কাপের গ্রুপ পর্বের সময় কেএল রাহুল (KL Rahul) আনফিট ছিলেন। সেই সময় শ্রেয়স টিম ইন্ডিয়ার হয়ে চারে ব্যাট করেছিলেন। তবে শ্রেয়সের অনুপস্থিতিতে ফিট রাহুল দলে ফিরেই শতরান হাঁকিয়ে ফেলেছেন। 




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial