নয়াদিল্লি: চলতি এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতীয় দল  নিজেদের প্রথম দুই ম্যাচই জিতেছে। পাকিস্তান ও হংকং, উভয়কেই হারিয়েছে রোহিতের নেতৃত্বাধীন ভারত। দলের বোলিংও বেশ ভালই হয়েছে। তবে সব বোলাররা মোটামুটি ভাল পারফর্ম করলেও, চিন্তা একজনকে নিয়েই। তিনি হলেন আবেশ খান (Avesh Khan)। পাকিস্তানের বিরুদ্ধে দুই ওভারে ১৯ রান দিয়েছিলেন আবেশ। আর হংকংয়ের বিরুদ্ধে তো চার ওভারে ৫৩ রান খরচ করেন ভারতীয় ফাস্ট বোলার। তা সত্ত্বেও, আবেশের পারফরম্যান্স নিয়ে খুব একটা চিন্তিত নন রোহন গাওস্কর (Rohan Gavaskar)।


জুনিয়র গাওস্করের আবেশকে নিয়ে চিন্তাভাবনা না করার কারণ হিসাবে তিনি দাবি করেন, আবেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্ভবত ভারতীয় একাদশে সুযোগই পাবেন না। তিনি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেতে ওকে অনেক উন্নতি করতে হবে। আমি ওর পারফরম্যান্স নিয়ে খুব একটা চিন্তিত নই, কারণ নির্বাচক থেকে সমর্থক সকলেই জানেন আবেশ প্রথম একাদশে সম্ভবত সুযোগ পাবেন না। যশপ্রীত বুমরা আপতত দলে নেই, কিন্তু ও ফিরবে। ভুবনেশ্বর তো একাদশে থাকবেনই। অবশ্যই ওরা ফিট থাকলে তখনকার কথাই বলছি। এছাড়া দীপক চাহার, হর্ষল পটেলরাও আছেন। আবেশ দারুণ প্রতিভাবান বটে। তবে এই সময়ে দলের একাদশে ওর জায়গা হওয়াটা মুশকিল।'


রাহুলের ব্যাটিং নিয়ে মতামত


হংকংয়ের বিরুদ্ধে কেএল রাহুলের ৩৯ বলে ৩৬ রান করা নিয়েও সমালোচনা হয়েছে। তবে এ বিষয়ে রাহুল বহুদিন পরে চোট সারিয়ে ফেরার অজুহাত দিচ্ছেন রোহন। জুনিয়র গাওস্করের মতে হংকংয়ের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে খুব বেশি চাপ ছিল না। তাই টিম ম্যানেজমেন্টই সম্ভবত রাহুলকে রানের দিকে বেশি মাথা না ঘামিয়ে ক্রিজে সময় কাটানোর নির্দেশ দিয়েছিল। '১০০০ বারের মধ্যে ৯৯৯ বারই ভারতীয় দল হংকংয়ের বিরুদ্ধে জিতবে। সুতরাং এই ম্যাচটাকে টিম ম্যানেজমেন্ট ওকে ফ্রি হিটের মতো নেওয়ার উপদেশ দিয়েছিল হয়তো। ক্রিজে সময় কাটিয়ে, সেট হয়ে তারপর কী হয়, তা না হয় ভাবা যাবে, হয়তো ম্যানেজমেন্টের মনোভাবটা এমনই ছিল। তবে ও যদি এমনভাবেই ব্যাট করতে থাকে, তাহলে আমার মনে হয় দলে কিছু বদল ঘটতে দেখা যেতে পারে।' অনুমান রোহনের। রবিবার (৪ সেপ্টেম্বর) নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে ভারত। সেই ম্যাচে কিন্তু রাহুলের ফর্মের দিকে নজর থাকবেই। 


আরও পড়ুন: বিরাট ধাক্কা, চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জাডেজা, কে হলেন পরিবর্ত?