ঢাকা: মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। এদিন ঢাকায় মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে দেয় ভারতীয় দল।


এদিন ম্যাচের শুরু থেকেই কর্তৃত্ব নিয়ে খেলতে শুরু করে মেন ইন ব্লু। মালয়েশিয়াও যথাসম্ভব নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করে। কিন্তু, ভারতীয় ডিফেন্স তাদের সামনে চিনের প্রাচীর হয়ে দাঁড়ায়।


খেলার তৃতীয় মিনিটেই ভারতকে এগিয়ে দেন রামনদীপ সিংহ। এরপর ললিত উপাধ্যায়ের গোলে ব্যবধান বাড়ায় ভারতীয় দল। খেলার ৫০তম মিনিটে একটি গোল করে ব্যবধান কমায় মালয়েশিয়া।



খেলার শেষের দিকে, আক্রমণের তেজ বাড়িয়ে বারবার ভারতীয় রক্ষণে হানা দেয় বিপক্ষ দল। বিশেষ করে, শেষ ১০ মিনিটে ভারতকে বেশ চাপে ফেলে দিয়েছিল তারা।


যদিও, শেষ পর্যন্ত, ২-১ গোলে ফাইনাল ম্যাচ জিতে নেয় ভারত। এই জয়ের ফলে, ভারতের ১০ বছরের এই ট্রফির খরা কাটল। শেষবার ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৭ সালে।


এই নিয়ে প্রতিযোগিতার ইতিহাসে তিনবার চ্যাম্পিয়ন হল ভারত।



[embed]https://twitter.com/Ra_THORe/status/922090609363394560[/embed]