দুবাই: এশিয়া কাপে ভারতের অভিযান শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। তার ওপর প্রথম ম্যাচেই ভারত-পাক মহারণ। তার আগে খোশমেজাজে রোহিত শর্মা (Rohit Sharma)।


দুবাইয়ে অনুশীলন শেষ হতেই একপায়া স্কুটারে চড়ে গোটা আইসিসি অ্যাকাডেমি (Dubai ICC Academy) ঘুরে বেড়ালেন রোহিত শর্মা (Rohit Sharma)। এ ভাবেই পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এশিয়া কাপ (Asia Cup 2022) অভিযান শুরু করার আগে ফুরফুরে মেজাজে দেখা গেল টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই রোহিতকে স্কুটার চালাতে দেখা গিয়েছে। 


আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতেই অনুশীলন করছে ভারতীয় দল। প্র্যাক্টিস শেষ হওয়ার পর রোহিতকে বিশেষ ধরনের স্কুটার চালাতে দেখা গিয়েছে। মাঠের বাইরে স্কুটার চালানোর পাশাপাশি রোহিতকে মাঠের ভিতরেও ঘুরতে দেখা গিয়েছে। 






নেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন ভারত অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে রোহিতকে দেখা যাচ্ছে আর অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের বলে একের পর এক গগনচুম্বী ছক্কা মারতে। যা দেখে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মন্তব্য করছেন, এশিয়া কাপে রোহিত এরকম ছন্দে থাকলে ভারতের ভাল ফলাফল হবেই।


 






২৭ অগাস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। আর টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মারকাটারি লড়াই। রবিবাসরীয় মহারণে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। যে ম্যাচে সকলের আলাদা করে নজর থাকবে একজনের দিকে। বিরাট কোহলি (Virat Kohli)।


বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটার বলা হতো কোহলিকে। বিশ্বের সমস্ত বোলিং আক্রমণের বিরুদ্ধে ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করেছেন। ২২ গজে তাঁর দাপট দেখে ক্রিকেটবিশ্বে তাঁর নামকরণই হয়ে গিয়েছিল কিংগ কোহলি।


অথচ সেই কোহলির ব্যাটেই রানের খরা। শেষ সেঞ্চুরি পেয়েছিলেন প্রায় তিন বছর আগে। ২০১৯ সালের নভেম্বরে। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট ম্যাচে। তারপর থেকেই বিরাটের ব্যাট নিষ্প্রভ। আসন্ন এশিয়া কাপে তিনি কেমন খেলেন, দেখতে মুখিয়ে রয়েছে বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমী।


আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে মহারণের আগে পাকিস্তানের চিন্তা বাড়াচ্ছে তরুণ ফাস্ট বোলারের ফিটনেস