কলকাতা: পাকিস্তান নয়, এশিয়া কাপ হবে দুবাইতে। এসিসি-র বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলবে ভারত-পাকিস্তান দু’দেশই। শুক্রবার এমনটাই জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
এবছর এশিয়া কাপ আয়োজনের কথা ছিল পাকিস্তানের। কিন্তু, বিসিসিআই স্পষ্ট ভাষায় বারবার জানিয়ে দিয়েছে, যে নিরাপত্তা জনীত কারণে কোনওভাবেই ওদেশে খেলতে যাবে না টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত প্রত্যাশিতভাবেই টুর্নামেন্ট সরে গেল পাকিস্তান থেকে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন জানিয়েছেন টুর্নামেন্ট খেলা হবে দুবাইয়ে।
ভারতীয় বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল, পাকিস্তান টুর্নামেন্ট আয়োজন করলে আপত্তি নেই, কিন্তু খেলা হতে হবে নিরপেক্ষ জায়গায়। সেইমতই টুর্নামেন্ট সরে যাচ্ছে নিরপেক্ষ স্থান দুবাইয়ে। এশিয়া কাপে আর একটা টানটান থ্রিলারের অপেক্ষায় ক্রিকেট গ্রহ।
২০১২-১৩ মরশুমে শেষবার ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। সেবার সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে এসেছিল পাক দল। কিন্তু, দুদেশের মধ্যে চলা রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে চাপানউতোরের ফলে, একমাত্র আইসিসি প্রতিযোগিতা ছাড়া আর মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান।
চলতি মহিলা টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার জন্য হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলকে অভিনন্দন ও আগামী ম্যাচের জন্য শুভেচ্ছা জানান সৌরভ। বোর্ড সভাপতি বলেন, ওরা দুরন্ত ক্রিকেট খেলছে। সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে। ওরা ভাল দল। দেখা যাক (বাকি ম্যাচে) কী করে।
শনিবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বিরাট কোহলির নেতৃত্বাধীন পুরুষ দল। বেসিন রিজার্ভে প্রথম ম্যাচে ধরাশায়ী হয়েছে ভারতীয় দল। সৌরভের আশা, এই ম্যাচে ঘুরে দাঁড়াবে কোহলি-ব্রিগেড। তিনি বলেন, আগেও ওরা দুরন্ত কামব্যাক করেছে। আমার বিশ্বাস, এবারও করবে।
এশিয়া কাপ হবে দুবাইতে, ভারত ও পাকিস্তান দুদলই খেলবে: সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Feb 2020 11:54 PM (IST)
এবছর এশিয়া কাপ আয়োজনের কথা ছিল পাকিস্তানের
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -