কলম্বো: এশিয়া কাপ নিয়ে টালমাটাল পরিস্থিতি অব্যাহত। ভারত-শ্রীলঙ্কার মধ্য়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে বৈঠক হওয়ার কথা ছিল, তা বাতিল হয়ে গিয়েছে। ঢাকায় ২৪ জুলাই এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দু দেশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নিতে চাইছে না। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল ভারতের মাটিতেই।
ইতিমধ্য়েই বাংলাদেশের বিরুদ্ধে যে সফর ছিল সেই সফর বাতিল করেছে ভারত। আগামী বছর সেপ্টেম্বরে সেই সফর হওয়ার কথা। এই মুহূর্তে ভারত-বাংলাদেশের যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্য়ে সফর বাতিল করা হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে বৈঠক হওয়ার কথা তা ঢাকায় আয়োজিত হবে। তার জন্যই ভারত ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রতিনিধিরা কেউই অংশ নেবেন না। তবে সেক্ষেত্রে জানা গিয়েছে অনলাইনে বৈঠক আয়োজিত হবে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া যাক। সংযুক্ত আরব আমিরশাহিতেই টুর্নামেন্টটি আয়োজিত হবে। টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়োজক দেশ আমিরশাহি।
আপাতত যে ক্রীড়াসূচি রয়েছে সেই অনুযায়ী ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা রয়েছে আগামী ৭ সেপ্টেম্বর। প্রত্যেক দলই এই মুহূর্তে তাঁদের দেশের সরকারের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটেই হওয়ার কথা। টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হওয়ার কথা আগামী ২১ সেপ্টেম্বর।
এশিয়া কাপ শুরুর সম্ভাব্য দিন হিসেবে অনেকগুলো তারিখ উঠে এসেছিল এর আগে। জানা গিয়েছিল, যে এবারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা ১২ সেপ্টেম্বর থেকে। চলার কথা ২৮ তারিখ পর্যন্ত। গত বছর ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক চুক্তি হয়েছিল। যেখানে উল্লেখ ছিল দুটো দেশই একে অপরের ভেন্যুতে খেলবে না। সেক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশে খেলবে। যেই চুক্তি অনুযায়ী এশিয়া কাপ আগের বারও ভারত পাকিস্তানে গিয়ে খেলেনি। সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতেই খেলেছিল।
টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী ২০২৭ সালের এশিয়া কাপ হবে ওয়ান ডে ফর্ম্য়াটে। চলতি বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হওয়ার কথা। তার অন্যতম কারণ আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আয়োজনের বিষয়ে ভাবনা চিন্তা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।