কলম্বো: চলতি এশিয়া কাপের সবচেয়ে উত্তেজন লড়াইটা আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে। আরও একবার ২২ গজে ভারত-পাক দ্বৈরথ। খাতায় কলমে দেখতে গেলে পাক বোলিং বিভাগের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং লাইন আপের পরীক্ষা। গ্রুপ পর্বে ২ দেশ যখন মুখোমুখি হয়েছিল তখন ঈশান কিষাণ ও হার্দিক পাণ্ড্য ছাড়া কোনও ভারতীয় ব্যাটারই জ্বলে উঠতে পারেননি। শাহিন, রউফ ও নাসিম এই পেস ত্রয়ীর সামনে কিছুটা চাপের মুখে পড়তে হয়েছিল রোহিত, বিরাট, গিলদের। রবিবারের মহারণেও কি তাই হবে? ম্যাচের আগের দিন সাংবাদিকদের বৈঠকে উপস্থিত হয়ে তরুণ ভারতীয় ওপেনার শুভমন গিল অবশ্য পাকিস্তানের পেসারদের সামলানোর পন্থা বেছে নিয়েছেন। তিনি বলছেন, ''এমন পর্যায়ে এসে এমন বোলিং আক্রমণের সামনে খেলা সত্যিই চ্যালেঞ্জিং। আমরা বাঁহাতি পেসারদের বিরুদ্ধে প্রচুর খেলার সুযোগ পাই না। পাকিস্তানের যে বোলিং আক্রমণ, তা বিশ্বমানের। আর এমন বোলিং আক্রমণের সামনে ব্যাট করতে নামাটা কিছুটা চাপ তো থাকবেই।''


গিল আরও বলেন, ''ওদের তিন পেসার তিনরকম। শাহিন বল দুদিকেই স্যুইং করাতে পারে। দারুণভাবে বল ঘােরানোর ক্ষমতা রয়েছে ওর। নাসিমের বোলিংটা মূলত গতি সর্বস্ব। তবে স্যুইংও রয়েছে। ওরা বিভিন্ন সময় বিভিন্নভাবে চাপ তৈরির চেষ্টা করে। আমাদের ওপেনার হিসেবে প্রথম থেকেই ওদের ওপর আক্রমণ করতে হবে। যাতে পাল্টা ওদের ওপর চাপ সৃষ্টি করা যায়।''


পেসের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের বারবার সমস্যায় পড়ে যাওয়া দৃষ্টি এড়ায়নি পাকিস্তান শিবিরের (Ind vs Pak)। হয়তো সেই কারণেই ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোর পর্বের ম্যাচে দলে বাড়তি পেসার রাখলেন বাবর আজ়মরা। ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করে দিল পাকিস্তান। যা ইদানীং তারা করছে। সেখানে পেসার অলরাউন্ডার ফাহিম আশরফকে রাখা হয়েছে। জায়গা পাননি স্পিনার মহম্মদ নওয়াজ।


ভারতের বিরুদ্ধে পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী করেছে পাকিস্তান। দলে তিন পেসার তো ছিলেনই। তারা আরও একজন পেসারকে দলে নিয়েছে, যিনি বাংলাদেশের বিরুদ্ধেই প্রথম একাদশে ঢুকেছিলেন।


ক্যান্ডিতে প্রথম ম্যাচে পাকিস্তান দলে ছিলেন মহম্মদ নওয়াজ়। সেই জায়গায় বাংলাদেশ ম্যাচে পাকিস্তান দলে নেয় জোরে বোলিং অলরাউন্ডার ফাহিম আশরফকে। তাঁকে ভারতের বিরুদ্ধে ম্যাচেও প্রথম একাদশে রাখা হয়েছে।


রবিবারের ম্যাচ কলম্বোয়। পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দলের গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। রবিবার কলম্বোতেও বৃষ্টির কাঁটা রয়েছে। বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ। ভারত-পাক ম্যাচ রবিবার করা না গেলে রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে সোমবার। তা নিয়ে বিতর্কও হচ্ছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ শিবির থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কেন শুধু ভারত-পাক ম্যাচেরই রিজার্ভ ডে থাকবে।