ব্যাঙ্কক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জয় ভারতের। দেশের হয়ে প্রথম সোনা এনে দিলেন জ্যােতি ইয়ারাজি। ব্যাঙ্ককে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টে ১০০ মিটার হার্ডলসে সোনা জিতলেই এই তরুণী। মাত্র ১৩.০৯ সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করেন জ্যােতি। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ভারত তিনটি সোনা জিতেছে। জ্যোতি ছাড়াও অজয় কুমার সরোজ পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন। এছাড়াও কমনওয়েলথ গেমসের রুপোজয়ী আবদুল্লাহ আবুবকর পুরুষদের ট্রিপল জাম্প ইভেন্ট সোনা জিতেছেন। ঐশ্বর্য মিশ্র ও তেজস্বিন শঙ্করও পদক জিতেছেন এদিন। ঐশ্বর্য মহিলাদের ৪০০ মিটারের ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন। ডেকাথলনে ব্রোঞ্জ জিতেছেন তেসস্বিন।
উল্লেখ্য, ইয়ারাজির জাতীয় রেকর্ড ১২.৮২ সেকেন্ডে। গত মাসে ১২.৯২ সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করে জাতীয় আন্তঃ-রাজ্য চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ২৬ বছরের সরোজ ১৫০০ মিটার দূরত্ব অতিক্রম করেন। সরোজ সময় নেন ৩:৪১:৫১ সেকেন্ড। যদিও তাঁর ব্যক্তিগত সেরা ৩:৩৯:১৯ সেকেন্ড। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এই নিয়ে তৃতীয়বার পদক জিতলেন সরোজ। এর আগে ২০১৭ সালে ভুবনেশ্বরের আয়োজিত হওয়া এই টুর্নামেন্টে সোনা জিতেছিলেন তিনি। এরপর ২০১৯ সালে দোহায় আয়োজিত হওয়া এই টুর্নামেন্টে রুপো জিতেছিলেন।
বুধবার এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championships) ব্রোঞ্জ জিতলেন অভিষেক পাল (Abhishek Pal)। ১০ হাজার মিটার দৌড়ে পদক জিতলেন তিনি। প্রতিযোগিতার প্রথম দিনই অভিষেকের হাত ধরে প্রথম পদক এল ভারতের ঘরে।
৪০০ মিটারের হিটে ৫৩.৫৮ সেকেন্ড সময় করে ফাইনালে পৌঁছেছেন ঐশ্বর্য মিশ্র । মহিলাদের ১৫০০ মিটার ফাইনালে ৪:২৭.৬১ সেকেন্ড সময় করে সপ্তম স্থানে শেষ করেছেন লিলি দাস ।