ভূবনেশ্বর: সদ্য সমাপ্ত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষ স্থান দখল করে নজির গড়ল ভারত।


৬-৯ জুলাই ভূবনেশ্বরে হওয়া এই চারদিনের প্রতিযোগিতায় ভারত মোট ২৯টি পদক জিতেছে। এর মধ্যে ১২টি সোনা, ৫টি রুপো ও ৭টি ব্রোঞ্জ রয়েছে। সবচেয়ে বড় কথা, পদক তালিকায় ভারতের পরে দ্বিতীয় জায়গা দখল করেছে শক্তিশালী চিন।


বলা বাহুল্য, এটাই যে কোনও এশিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতের সেরা পারফরম্যান্স। শুধু, তালিকায় শীর্ষ হওয়াই নয়, পদক সংখ্যার বিচারেও এটাই ভারতের সেরা প্রদর্শন। এর আগে ১৯৮৫ সালে জাকার্তায় ২২টি পদক জিতেছিল ভারত।


এবার সেই পারফরম্যান্সকে ছাপিয়ে সেরাটা তুলে ধরলেন দেশের ক্রীড়াবীদরা। শনিবার পর্যন্ত পদক-তালিকায় চিনের পেছনে ছিল ভারত। কিন্তু, শেষ দিনে পাঁচটি সোনা ভারতকে শীর্ষে পৌঁছে দেয়। চিন পেয়েছে ৮টি সোনা। ৪টি সোনা নিয়ে তৃতীয় স্থান দখল করেছে কাজাখস্তান।


তবে, এই প্রতিযোগিতায় চিনের বহু প্রথম সারির অ্যাটলিট অংশ নেননি। কারণ, তাঁরা সকলেই আগামী মাসের লন্ডনে হতে চলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদিও, এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ দেশের অ্যাথলেটিক্স ফেডারেশন।


এদিকে, পদকজয়ীদের আর্থিক পুরস্কার তুলে দেয় ওড়িশা সরকার। জানা গিয়েছে, স্বর্ণপদক জয়ীদের ১০ লক্ষ টাকা করে, রুপোজয়ীদের ৭.৫ লক্ষ টাকা করে এবং ব্রোঞ্জ পদক জয়ীদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে তুলে দেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।