ব্যাংকক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championships) সোনা এল ভারতের ঝুলিতে। ৪X৪০০ মিটার মিক্সড ব়্যালিতে জাপান ও শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত। রাজেশ রমেশ, ঐশ্বর্য মিশ্র, অমোজ জেকব ও শুভা বেঙ্কটেশনের দল জাতীয় রেকর্ড গড়লেন। ৩.১৪.১৭ মিনিট সময় করে। ২০১৮ এশিয়ান গেমসে ৩.১৫.৭১ মিনিট ছিল এখনও পর্যন্ত জাতীয় রেকর্ড।


হাইজাম্পে ২.২৬ মিটার লাফিয়ে রুপো জিতেছেন ভারতের সর্বেশ এ কুশারি। তবে পদক জিততে ব্য়র্থ ভারতের তেজস্বিন শঙ্কর। মহিলাদের হেপ্টাথলনে রুপো জিতেছেন স্বপ্না বর্মন। ৫৮৪০ পয়েন্ট সংগ্রহ করেছেন তিনি। উজবেকিস্তানের একাতেরিনা ভোরোনিনা সোনা জিতেছেন।


এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লং জাম্পে রুপো জিতলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। সেই সঙ্গে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করলেন তিনি।


অলিম্পিক্সের যোগ্যতা অর্জন মান ৮.২৭ মিটার। শনিবার ব্যাংককে শ্রীশঙ্কর ৮.৩৭ মিটার লাফিয়ে রুপো জেতেন। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করেন।


২০২৪ সালে অলিম্পিক্সের ৩৩তম সংস্করণ। ১ জুলাই শুরু হয়েছে অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন পর্ব। শুরুর এক সপ্তাহের মধ্যেই যোগ্যতামান পেরলেন শ্রীশঙ্কর। তিনি বলেছেন, 'প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য লং জাম্পাররা গত দুমাস প্রতিদ্বন্দ্বিতা করেননি। সকলেই এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। প্রস্তুতির অনেক সময় পেয়েছেন ওঁরা। আমি গত সপ্তাহেই স্যুইৎজারল্যান্ড থেকে ফিরেছি। তবে য়ু ট্যাং লিনের ৮.৪০ মিটারের লাফ আমাকে বেশ অবাক করেছে। তবে এরকম বড় প্রতিযোগিতায় স্নায়ুর চাপ সামলে পারফর্ম করাটা বড় ব্যাপার। ষষ্ঠ প্রচেষ্টায় নিজের সেরা পারফর্মটাই করেছি।'


২০ কিলোমিটার হাঁটায় অক্ষদীপ সিংহ, বিকাশ সিংহ, পরমজিৎ সিংহ বিস্ত ও প্রিয়ঙ্কা গোস্বামী ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। 


পুরুষ বিভাগে ৪০০ মিটার হার্ডলে এই বছরে ভারতীয়দের মধ্যে সেরা সময় করে ব্রোঞ্জ জেতেন সন্তোষ কুমার। কাতারের মহম্মদ হেমেইদা বাসেম সোনা জিতেছেন। রুপো জিতেছেন জাপানের ইউসাকু কোদামা। ৪৯.৪৯ সেকেন্ড সময় করেছেন সন্তোষ কুমার।                                                                


আরও পড়ুন: বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে পরীক্ষা টিম ইন্ডিয়ার, প্রকাশিত হল পূর্ণাঙ্গ সূচি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial