মঙ্গোলিয়া: হকিতে ভারতের সোনার দৌড় চলছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy 2024) নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে উড়িয়ে দিল ভারত (India vs Japan)।
সোমবার দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় হকি দল। ম্যাচের প্রথম ২ মিনিটে ২ গোল করে ভারতীয় দল বুঝিয়ে দেয়, প্রতিপক্ষ শিবিরকে গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই নেমেছে।
দ্বিতীয় কোয়ার্টারেও ভারতের দাপট অব্যাহত ছিল। ৩-০ গোলে এগিয়ে গিয়ে জাপানের ওপর চাপ বাড়ায় ভারত। বিরতি পর্যন্ত ভারত ৩-০ গোলে এগিয়ে ছিল। তবে তৃতীয় কোয়ার্টারে কিছুটা পাল্টা লড়াই শুরু করে জাপান। কাজুমাসা মাৎসুমোতো (Kazumasa Matsumoto) গোল করে ব্য়বধান কমান। তৃতীয় কোয়ার্টারে ভারত কোনও গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টার শেষ হয় ৩-১ গোলে।
চতুর্থ তথা শেষ কোয়ার্টারে উত্তম সিংহ গোল করে ৪-১ করেন। শেষ গোলটি করেন সুখজিৎ। ম্যাচ শেষ হয় ৫-১ গোলে।
প্যারিস অলিম্পিক্সে নজির গড়েছিল ভারত। ব্রোঞ্জ পদক জিতেছিলেন হরমনপ্রীত সিংহরা। ৫২ বছর পর পরপর দুই অলিম্পিক্সে পদক জিতেছিল ভারত। তারপর থেকেই সাফল্য যেন পিছু ছাড়ছে না ভারতীয় হকি দলের। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন শ্রীজেশ, সুখজিৎ, উত্তমরা। অলিম্পিক্সের পরই কিংবদন্তি শ্রীজেশ অবসর নিয়েছেন। তবে শ্রীজেশ অবসর নিলেও ভারতের পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত।
চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Hockey Champions Trophy 2024) দ্বিতীয় ম্যাচে ৫ -১ গোলে জাপানকে হারাল ভারত। পরপর দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল ভারত। বুধবার ভারতের পরের ম্যাচ মালয়েশিয়ার বিরুদ্ধে। কোরিয়ার সঙ্গে খেলার পর শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। আপাতত ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত।
আরও পড়ুন: বুড়ো হাড়ে ভেল্কি, রোনাল্ডোর গোলেই পিছিয়ে থেকেও জয় পর্তুগালের