বেনফিকা: তিনি এখনও ভেল্কি দেখাতে পারেন। বুড়ো হাড়েও পারেন। পারেন, পরিবর্ত হিসাবে নেমেও দলকে জেতাতে। পারেন, পিছিয়ে থাকা ম্যাচেও জাতীয় শিবিরে অক্সিজেনের জোগান দিতে। পারেন ম্যাজিক দেখাতে।


তিনি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গোটা বিশ্ব যাঁকে ভালবেসে ডাকে সি আর সেভেন নামে। উয়েফা নেশনস লিগে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে প্রথম দলে রাখা হয়নি। পরিবর্ত হিসাবে নামেন রোনাল্ডো। পিছিয়ে থেকেও তাঁর গোলেই জেতে পর্তুগাল।। ২-১ গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে পর্তুগাল। ৩৯ বছরের রোনাল্ডো পরিবর্ত হিসাবে নেমে দলকে নতুন করে স্বপ্ন দেখালেন। ২০২২ সালের বিশ্বকাপের পর থেকে এই প্রথম জাতীয় দলের কোনও ম্যাচে পরিবর্ত হিসাবে নামলেন রোনাল্ডো।


ম্যাচের শুরুতে স্কট ম্যাকটোমিনায় (Scott McTominay)-এর গোলে এগিয়ে গিয়েছিল স্কটল্যান্ড। পরে ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes) গোল করে সমতায় ফেরায় পর্তুগালকে। শেষ পর্যন্ত পুরো পয়েন্ট এনে দেন রোনাল্ডো।


পর্তুগালের রক্ষণের ফাঁক গলে গোল করেছিলেন ম্যাকটোমিনায় কেনি ম্যাকলিনের ক্রস ধরে পর্তুগালের গোলকিপার দিয়োগো কোস্তাকে (Diogo Costa) হার মানান তিনি। ম্যাচের বয়স তখন সবে সাত মিনিট। তবে শুরুতে এগিয়ে গিয়েও পর্তুগালকে চাপে রাখতে পারলেন না স্কটিশ ফুটবলাররা। রক্ষণ আঁটসাঁট করার চেষ্টা করেছিল স্কটল্যান্ড। কিন্তু বিরতির পর ৯ মিনিটের মাথায় গোল হজম করে বসে স্কটল্যান্ড। ২০ গজ দূর থেকে দুরন্ত গোল করে ৩০ বছরের জন্মদিনকে স্মরণীয় করে রাখলেন ফার্নান্দেজ। 


ইউরো কাপে কোনও ম্যাচেই গোল করতে পারেননি রোনাল্ডো। পর্তুগালও মনে রাখার মতো কিছু করতে পারেনি। তবু নেশনস লিগে তাঁকে দলে রেখেছিলেন কোচ মার্তিনেস। নেশনস লিগে পরপর দুই ম্যাচেই গোল করলেন সি আক সেভেন। আন্তর্জাতিক ফুটবলে ১৩২টি গোল হয়ে গেল রোনাল্ডোর।


গোল আরও বাড়তে পারত রোনাল্ডোর। তাঁর একটি হেড তেকাঠিতে প্রতিহত হয়। শেষ পর্যন্ত নুনো মেনদেজ়ের বাড়ানো বলে পা ছুঁইয়ে গোল করেন রোনাল্ডো।


 






সব মিলিয়ে কেরিয়ারে ৯০১ গোল হয়ে গেল রোনাল্ডোর। 


আরও পড়ুন: মেসি এমন কী বললেন যে কেঁদে ভাসালেন দি মারিয়ার স্ত্রী-মেয়েরা? ভিডিও ভাইরাল