ঢাকা: জাপানকে ৬-০ গোলে উড়িয়ে অপরাজিতভাবেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। পাঁচ দলের এই প্রতিযোগিতার রাউন্ড রবিন লিগ শেষে ভারতীয় দলের পয়েন্ট ১০। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ৬। তৃতীয় স্থানে থাকা জাপানের পয়েন্ট ৫। চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ২। আয়োজক দেশ বাংলাদেশ কোনও পয়েন্ট পায়নি।


আজ জাপানের বিরুদ্ধে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভারতীয় দলের হয়ে জোড়া গোল করেন হরমনপ্রীত সিংহ। একটি করে গোল করেন দিলপ্রীত সিংহ, জারামনপ্রীত সিংহ, সুমিত ও শামসের সিংহ।


এই ম্যাচের আগেই ভারতীয় দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। ফলে আজকের ম্যাচটি নেহাতই নিয়মরক্ষার ছিল। তবে সেই ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন হরমনপ্রীত, দিলপ্রীতরা। এই নিয়ে চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তিনটি ম্যাচে জয় পেল ভারতীয় দল। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে আটকে যান হরমনপ্রীতরা। ম্যাচটি শেষ হয় ২-২ গোলে। তারপর দ্বিতীয় ম্যাচে আয়োজক দেশ বাংলাদেশকে ৯-০ গোলে উড়িয়ে দেয় ভারত। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে দেয় ভারত। গতকালই বাংলাদেশকে ৫-০ গোলে উড়িয়ে দেয় জাপান। তবে আজ ভারতের বিরুদ্ধে কোনওরকম সুযোগ পায়নি জাপান।


মঙ্গলবার সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ জাপান। ফলে আশা করা যায়, সেই ম্যাচেও ভারতের জয় পাওয়া খুব একটা কঠিন হবে না। ভারত-জাপান ম্যাচের আগে সেদিনই প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। ফলে ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।


এবারের অলিম্পিক্সে দীর্ঘদিন পর পদক পেয়েছে ভারতের পুরুষদের হকি দল। ১৯৮০ সালের পর এবারই প্রথম অলিম্পিক্সে পুরুষদের হকি থেকে পদক এসেছে। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে দেয় ভারত। অলিম্পিক্সের সেই ফর্ম ধরে রেখেছেন হরমনপ্রীতরা। ভারতের ক্রীড়াপ্রেমীদের আশা, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে ভারতীয় দল।