চেন্নাই: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy 2023) ম্য়াচে বড় জয় ছিনিয়ে নিল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। চিনের বিরুদ্ধে ৭-২ গোলে ম্যাচ জিতল ভারত। চেন্নাইয়ে আয়োজিত এই টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করলেন মনপ্রীত, হরমনপ্রীতরা। এদিন ম্যাচের শুরু থেকেই চিনের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে ভারত। প্রথম কোয়ার্টারে জোড়া গোল করে ভারতকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন হরমনপ্রীত সিংহ। পেনাল্টি থেকে জোড়া গোল করেন ভারত অধিনায়ক। প্রথম কোয়ার্টারের শেষে সুখজিৎ সিংহ ভারতের হয়ে ব্যবধান ৩-০ করেন। 


খেলার দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা আক্রমণ বাড়িয়ে দেয় চিন। কিন্তু ভারতের সঙ্গে পাল্লা দিয়ে পারছিলেন না চিনের প্লেয়াররা। দ্বিতীয় কােয়ার্টারের শুরুতে আকাশদীপ ভারতের হয়ে চতুর্থ গোল করেন। চিনের ওয়েনহুই এরপর ১টি গোল করেন ব্যবধান কমান। কিন্তু খেলার ১৯ মিনিটের মাথায় ভারতের হয়ে বরুণ পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ৫-১ করেন। তবে কিছুক্ষণের মধ্যে ফের ভারতকে গোল হজম করতে হয়। চিনের হয়ে দ্বিতীয় গোলটি করেন জিয়েসহেং গাও। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে বরুণ নিজের দ্বিতীয় গোলটি করেন। খেলার তৃতীয় কোয়ার্টারে ভারত শেষ গোলটি করেন মনদীপ সিংহ। ৭-২ গোলে ম্যাচ জিতে যায়। 


ভারতের হার


প্রথম ওয়ান টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য ছিল। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। চার রানে পরাজিত হল টিম ইন্ডিয়া। ১৪৫/৯ শেষ হয়ে গেল ভারতের লড়াই।


১৫০ রান তাড়া করতে নেমে ভারতীয় দলের শুরুটা একেবারেই ভাল হয়নি। ভারতের দুই ওপেনার শুভমন গিল এবং ঈশান কিষাণ একেবারেই মন্থর গতিতে ব্যাটিং করা শুরু করে। রানের গতি বাড়াতে গিয়েই আকিল হোসেনের বলে তিন রানে স্টাম্প আউট হন শুভমন গিল। আরেক ওপেনার ঈশানও মাত্র ছয় রানে সাজঘরে ফেরেন। ২৮ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই পরিস্থিতি থেকে ভারতের হয়ে পাল্টা লড়াই শুরু করেন সূর্যকুমার যাদব ও এই ম্যাচেই নিজের অভিষেক ঘটানো তিলক ভার্মা। ছক্কা হাঁকিয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন তিলক। সপ্তম ওভারে ৫০ রানে গণ্ডি পার করে ভারত।


তৃতীয় উইকেটে সূর্যকুমার ও তিলক ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ২১ রানে সূর্যকে আউট করে সেই পার্টনারশিপ ভাঙেন জেসন হোল্ডার। ম্যাচের ১১তম ওভারে তিলকও ২২ বলে ৩৯ রানের দুরন্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তবে তখনও ক্রিজে হার্দিক পাণ্ড্য, সঞ্জু স্যামসনের মতো ব্যাটাররা ছিলেন। তাই ভারত জয়ের আশায় ছিল। ১৫তম ওভারে শতরানের গণ্ডিও পার করে ফেলে টিম ইন্ডিয়া। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ১৬তম ওভারে। প্রথমে ১৯ রানে হার্দিককে সাজঘরে ফেরান হোল্ডার। পরে একই ওভারে ১২ রানে রান আউট হন স্যামসন।


অক্ষর পটেল ভারতের হয়ে খানিকটা লড়াই  করেন। ১১ বলে ১৩ রানের ইনিংস খেলেন তিনি। অর্শদীপ সিংহও সাত বলে ১২ রান করেন। তবে নিরন্তর উইকেট হারিয়ে ভারত আর জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নির্ধারিত চার ওভারে ১৯ রান খরচ করে দুই উইকেট নেওয়া হোল্ডারই সফলতম বোলার। তাঁকেই ম্যাচ সেরাও ঘোষণা করা হয়।