নয়াদিল্লি: আরও এক বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) প্রেসিডেন্ট হিসেবে বিসিসিআই সচিব জয় শাহের (BCCI secretary Jay Shah) মেয়াদ বাড়ল। আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জয় শাহের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করা হয়।


এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান (Bangladesh Cricket Board president Nazmul Hassan)। তাঁর স্থলাভিষিক্ত হন জয় শাহ। তিনি এবার তরুণতম প্রশাসক হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হলেন।


আজ জয় শাহের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে মেয়াদবৃদ্ধির প্রস্তাব পেশ করেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা (Sri Lanka Cricket president Shammi Silva)। বাকি সব সদস্য দেশের প্রতিনিধিরাই এই প্রস্তাব সমর্থন করেন।


আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় পুনঃনির্বাচিত হওয়া প্রেসিডেন্ট বলেন, ‘আমার উপর আস্থা রাখা এবং আমাকে কাজ চালিয়ে যাওয়ার যোগ্য মনে করায় সব সহকর্মীকে ধন্যবাদ জানাতে চাই। আমি বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি। আমি কঠোর পরিশ্রম করতে তৈরি। এশিয়ায় ক্রিকেটকে সংগঠিত করা, উন্নতি করা এবং ক্রিকেটের প্রচারের বিষয়ে আমি দায়বদ্ধ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল যাতে আরও শক্তিশালী হয়, সেটা নিশ্চিত করাও আমার লক্ষ্য। এশিয়ায় ক্রিকেটের উন্নতিই আমাদের লক্ষ্য। বিশেষ করে মহিলাদের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। তৃণমূল স্তরে যে প্রতিযোগিতাগুলি আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, সেগুলি চালিয়ে যাওয়া হবে।’


জয় শাহ আরও বলেন, ‘আশা করে করোনা অতিমারী শেষ হয়ে গিয়েছে। আমি চাই, এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল নতুন কৌশল অবলম্বন করুক, আরও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করুক এবং সবরকমভাবে উন্নতি করুক।’


এদিকে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভাতেই আজ এশিয়া কাপের (Asia Cup 2022) দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কায় এবারের টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২৭ অগাস্ট থেকে। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এখনও অবশ্য সম্পূর্ণ সূচি ঘোষণা করা হয়নি। তবে শ্রীলঙ্কায় এবারের এশিয়া কাপ হওয়ায় নিশ্চিতভাবেই ভারত ও পাকিস্তান খেলবে। ফলে টি-২০ বিশ্বকাপের আগে ভারত-পাক লড়াই হবে।