দুবাই: করোনা ভাইরাসের প্রভাব পড়ল ক্রিকেটে। এবারের এশিয়া কাপ কোথায় হবে, সেটা ঠিক করার জন্য মঙ্গলবার দুবাইয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক পিছিয়ে গিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূত্রে খবর, এ মাসের তৃতীয় সপ্তাহে হতে পারে সেই বৈঠক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা অবশ্য এখনও দাবি করছেন, কোথায় এশিয়া কাপ হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে একমাত্র এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ফলে বৈঠক পিছিয়ে যাওয়ায়, এখনই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। পরিস্থিতির কোনও বদল হয়নি।


এশিয়া কাপ নিয়ে বিসিসিআই-এর অবস্থানেরও কোনও বদল হয়নি। এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ‘২৯ মার্চ আইসিসি-র বৈঠক হওয়ার কথা। তার আগে মার্চের তৃতীয় সপ্তাহে এশিয়া কাপ সংক্রান্ত বৈঠক হওয়ার কথা। যদি পরিস্থিতি তেমন হয়, তাহলে ভারতে এই বৈঠক আয়োজন করতে তৈরি আমরা।’