হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) সপ্তম দিনটা ভারতীয় অ্যাথলিটদের জন্য় বেশ ভালই কাটল। পাঁচ পাঁচটি পদক জিতে নিল ভারত। আজ ভারত দুইটি সোনা, দুইটি রুপো ও একটি ব্রোঞ্জ পদক জেতে। এর সুবাদেই ভারত এশিয়ান গেমসের পদক তালিকায় চার নম্বরে উঠে এল। ভারত আজকের পদকগুলি মিলিয়ে এখনও পর্যন্ত ১০টি সোনা ও ১৪টি করে রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৮টি পদক জিতেছে।


মহেশ মাঙ্গাওকর (Mahesh Mangaonkar), সৌরভ ঘোষাল (Saurav Ghoshal) ও অভয় সিংহের (Abhay Singh) ভারতীয় জুটি পাকিস্তানকে হারিয়ে স্কোয়াশে এশিয়া সেরা হয়। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেস্ট অফ থ্রি ফাইনালে ২-১ স্কোরে জয় পায় ভারত। এটাই দিনে ভারতের প্রথম পদক। দিনের দ্বিতীয় পদকও সোনারই ছিল।


রোহন বোপান্না (Rohan Bopanna) ও রুতুজা ভোশলে (Rutuja Bhosale) নিজেদের মিক্সড ডাবলস ম্যাচে সোনা জেতেন। চিনের লিয়াং ও হোয়াংয়ের বিরুদ্ধে ভারতীয় জুটি ২-৬ প্রথম সেটে পরাজিত হন বটে। তবে ৬-৩ তাঁরা পরের সেট জিতে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান। সেখানে ১০-৪ জিতে স্বর্ণপদক নিশ্চিত করেন বোপান্নারা। তবে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক হাতছাড়া হয় ভারতের।


এরপর ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে সরবজোৎ সিংহ এবং দিব্বাসুব্বারাজুর মিক্সড ডাবলস জুটি রুপো জেতে। চিনের থেকে মাত্র দুই কম, ১৪ পয়েন্ট পেয়ে ভারত সোনা হাতছাড়া করে। ভারতীয় অ্যাথলিটদের জন্যও আজ দিনটা বেশ ভাল ছিল। কার্তিক কুমার ও গুলভীর সিংহ পুরুষদের ১০ হাজার মিটারে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জেতেন। কার্তিক ২৮:১৫.৩৮ সেকেন্ড ও গুলভীর ২৮:১৭.২১ সেকেন্ডে নিজেদের ইভেন্ট শেষ করেন।


এছাড়া ভারতীয় পুরুষ হকি দল (Indian Men's Hockey Team) নিজেদের দাপট অব্যাহত রাখে। এশিয়ান গেমসে অধিনায়ক হরমনপ্রীতের হ্যাটট্রিকে ভর করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০-২ গোলে হারায় ভারত। তবে বেশ কিছু অ্যাথলিট যাদের থেকে ভারত পদকের আশা করেছিল, তাঁরা হতাশও করেন আজ। ভারোত্তলনে মীরাবাঈ চানু পোডিয়ামে শেষ করতে পারেননি। ৪৯ কেজি বিভাগে চতুর্থ হন তিনি। মণিকা বাত্রা টেবিল টেনিসে নিজের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২-৪ পরাজিত হন। তবে মহিলাদের ডাবলসে বাংলার দুই প্যাডলার ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায় সেমিফাইনালে পৌঁছে এই বিভাগে ভারতের প্রদম পদক নিশ্চিত করে ফেলেন।


লভলিনা বড়গোহাঁই বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছন। পুরুষদের দলগত বিভাগে ফাইনালে পৌঁছন লক্ষ্য সেনরা। আর এক ম্যাচ জিতলেই প্রথমবার দলগত বিভাগে সোনা জিততে সক্ষম হবেন ভারতীয় শাটলাররা। ভারতীয় হার্ডলার জ্যোতি ইয়ারাজি ও নিত্যা রামরাজ মহিলাদের ১০০ মিটার হার্ডেলের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেন। লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর ও জেসিন অলড্রিনও ফাইনালে পৌঁছন। মোটের উপর দিনটা ভারতের জন্য একেবারেই খারাপ কাটেনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপের আগেই বিতর্ক সঙ্গী, শাকিবের দলের তুরুপের তাস কে? কেমন হল টাইগার ব্রিগেড?