হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) অষ্টম দিনে হাংঝৌতে ভারতীয় অ্যাথলিটদের জয়জয়কার। অ্যাথলেটিক্সেই এল একগুচ্ছ পদক। দিনে তিনটি সোনাসহ মোট ১৫টি পদক জিতে নিল ভারত। এই ১৫টি পদক জয়ের সুবাদেই চলতি গেমসে ভারতের পদক সংখ্যা ৫০-র গণ্ডি পার করে ফেলল। তবে এর সুবাদে পদক তালিকায় (Asian Games 2022 Medal Tally) কি আদৌ কোনও উন্নতি করতে পারল ভারত?
উত্তর না। গতকাল মোট ৩৮টি পদক নিয়ে দিন শেষ করেছিল ভারত। পদক তালিকায় ছিল চতুর্থ নম্বরে। আজ ১৫টি পদক জিতলেও, ভারত কিন্তু পদক তালিকায় চতুর্থ স্থানেই রইল। ভারতের দখলে মোট ১৩টি সোনা, ২১টি রুপো ও ১৯টি ব্রোঞ্জ রয়েছে। তালিকায় প্রথম তিনে যথাক্রমে আয়োজক চিন, কোরিয়া প্রজাতন্ত্র এবং জাপান। এই তিন দেশই ভারতের থেকে বর্তমানে অনেক বেশি পদক জিতেছে, তাই আপাতত ভারতের চার নম্বর স্থান থেকে এগোনোর সম্ভাবনা নেই বললেই চলে।
ট্র্যাপ ইভেন্টে পুরুষদের দলগত বিভাগে দিনের প্রথম সােনা জেতে ভারত। দলে ছিলেন কেনান চেনাই, জোরাভর সিংহ ও পৃথ্বীরাজ তোন্ডাইমন। ট্র্যাপ ইভেন্টে কেনান ফাইনাল রাউন্ডে ২৫/২৫ স্কোর করে দলের সোনা নিশ্চিত করেন। পুরুষদের সাফল্যের দিনে সফল মহিলা ট্র্যাপ দলও। তাঁরাও পদক জিতলেন। ভারতের মহিলা ট্র্যাপ দল রুপো জিতলেন এশিয়ান গেমসে।
এরপর দ্বিতীয় সোনা জিততে বেশ খানিকটা অপেক্ষা করতে হয় ভারতকে। তবে কয়েক মিনিটের ব্যবধানেই আসে জোড়া সোনা। অবিনাশ সাবলের হাত ধরে এবারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জেতে ভারত। ৩০০০ মিটার স্টিপলচেজ়ে এশিয়ান রেকর্ড সময়, ৮:১৯:৫৩ নিজের ইভেন্ট শেষ করেন ভারতীয় অ্যাথলিট অবিনাশ। তাঁর এই সাফল্যের ঠিক পরপরই শটপাটে সোনা জেতেন তাজিন্দরপাল সিংহ তোমার। এশিয়ান গেমসে গতবারও তিনি সোনা জিতেছিলেন, গড়েছিলেন রেকর্ড। এবারও ফের একবার তেমনটাই হল। নিজের ষষ্ঠ ও শেষ প্রয়াসে ২০.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতে নিলেন। এটি এশিয়ান রেকর্ডও বটে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: 'এবারের বিশ্বকাপে সেরা স্পিনার কুলদীপ',চায়নাম্যানকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক অধিনায়কের