হাংঝাউ: অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজ চোপড়ার (Neeraj Chopra) স্বপ্নের দৌড় অব্যাহত। এশিয়ান গেমসে (Asian Games) জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন ভারতীয় তারকা। সেই সঙ্গে রুপোও এল ভারতের ঘরে। নীরজের ঠিক পিছনে শেষ করে রুপো জিতলেন কিশোরকুমার জেনা (Kishore Kumar Jena)।


হাংঝাউতে নিজের চতুর্থ থ্রোয়ে সর্বোচ্চ ৮৮.৮৮ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। সেটাই তাঁকে সোনা জেতায়। তবে নীরজকে হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন স্বদেশীয় কিশোরকুমার জেনা। চতুর্থ থ্রোয়ে ৮৭.৫৪ মিটার দূরত্ব অতিক্রম করেন কিশোর। তিনি রুপো জিতেছেন। জ্যাভলিন থ্রোয়ে সোনা ও রুপো, দুই-ই এল ভারতের ঘরে।


বুধবার এশিয়ান গেমসে   (Asian Games 2023) বক্সিংয়ে (Womens Boxing) পদক ভারতের ঝুলিতে। মহিলাদের ৭৫ কেজি বিভাগে রুপো জিতলেন ভারতের লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain)। চিনা তাইপেই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লভলিনা। ফাইনালে লড়াইয়ে তাঁকে হার মানতে হয় কঠিন লড়াই শেষে। প্রথম রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই শেষে একেবারে সেয়ানে সেয়ানে প্রতিদ্বন্দ্বীতা চলছিল। কিন্তু সেখানে ৩-২ ব্যবধানে এগিয়ে যান চিনের লি কিয়ান। দ্বিতীয় রাউন্ডে লভলিনাকে দাঁড়াতেই দেননি চিনের প্রতিদ্বন্দ্বী। ক্রমাগত পয়েন্ট তুলে নেন তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে ৫-০ ব্যবধানে হারেন লভলিনা। তৃতীয় রাউন্ডেও চিনের প্রতিদ্বন্দ্বীই পয়েন্টের ব্য়বধানে এগিয়ে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনাকে। উল্লেখ্য, চিনের লি দুবারের অলিম্পিক্স পদকজয়ী। রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। সেই টুর্নামেন্টেই লভলিনা ব্রোঞ্জ জিতেছিলেন।                                              


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?


এর আগে অলিম্পিক্সের পদকজয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন লভলিনা সোমিফাইনালের মঞ্চে তাইল্যান্ডের বাইসন মানেকনকে হারান। উচ্চতার সাহায্য নিয়ে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে সরিয়ে রেখে পাল্টা আক্রমণের রাস্তা ধরে ম্যাচ বের করে নেন ভারতীয় বক্সার। খেলায় আগাগোড়া আয়ত্ত্বে রেখেই ফাইনালে জায়গা পাকা করেন তিনি। তবে ফাইনালে সোনা জয়ের লক্ষ্য পূরণ হল না তাঁর। তবে আগামী বছর প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে ফেলেছেন লভলিনা।