নয়া দিল্লি : চিনে (China) বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এশিয়ান গেমস (Asian Games) স্থগিত রাখার সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে এই প্রতিযোগিতা। সেপ্টেম্বরে চিনের হাংঝৌয়ে এই টুর্নামেন্টের আসর বসার কথা ছিল।


গেমস কর্তৃপক্ষের এক অফিসিয়াল ওয়েবসাইট উদ্ধৃত করে চিনের সংবাদমাধ্যম জানিয়েছে, সেপ্টেম্বরের ১০ থেকে ২৫ তারিখ পর্যন্ত চিনের হাংঝৌং প্রদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ১৯তম এশিয়ান গেমসের। কিন্তু, এশিয়ার অলিম্পিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, এই টুর্নামেন্ট স্থগিত রাখা হবে। এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।


চিনের অন্যতম বড় শহর সাংহাই থেকে ২০০ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত হাংঝৌ। এই সাংহাইয়ে এক সপ্তাহবাহী লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয় সম্প্রতি। কারণ, করোনা ভাইরাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে চিনের শাসকদল কমিউনিস্ট পার্টি। এই পরিস্থিতিতে এশিয়ান গেমস স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


গত মাসেই টুর্নামেন্টের আয়োজকদের দাবি করেছিল, পূর্ব চিনে ১২ লক্ষ মানুষ নিয়ে রয়েছে এই হাংঝৌ শহর। সেখানে সম্প্রতি এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমসের জন্য ৫৬টি ভেনুর নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু, তারা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য এই প্রতিযোগিতা স্থগিত রাখার চিন্তাভাবনা করছে। বেজিংয়ে শীতকালীন অলিম্পিকের সময় যে সিদ্ধান্ত কাজে এসেছিল। 


এদিকে চিনের তৃতীয় শহর হিসেবে উপমহাদেশীয় কোনও প্রতিযোগিতার আয়োজন করতে চলেছিল হাংঝৌ। এর আগে এই স্বীকৃতি রয়েছে বেজিং ও গুয়াংঝৌ শহরের। যথাক্রমে ১৯৯০ ও ২০১০ সালে। উল্লেখ্য, ২০১৯ সালে উহান প্রদেশে করোনা ভাইরাসের হদিশ মেলার পর চিনে প্রায় সব আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার ওপর তার কোপ পড়ে।   


উল্লেখ্য, চিনে প্রথম করোনা ভাইরাসের হদিশ মেলে। তারপর তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই মারণ ভাইরাসের জেরে বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এলেও, এখনও পুরোপুরি কমে যায়নি। এই পরিস্থিতিতে চিনে আবার নতুন করে দানা বেঁধেছে ভাইরাস-আতঙ্ক।