হাংঝৌ : মহিলা ক্রিকেট (Womens Cricket) থেকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল (Air Riffle), দলগত দুই খেলায় এশিয়া সেরা ভারত। চিনে এশিয়ান গেমসের (Asian Games 2023) মঞ্চে সোমবার ঐতিহাসিক জোড়া সোনা জিতল ভারত (India)। ২ টি সোনার সঙ্গে ৩ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ, ঝুলিতে মোট ১১ পদক নিয়ে এশিয়ান গেমসের পদত তালিকায় যুগ্ম পঞ্চম স্থানে পৌঁছে গেল ভারত। একই জায়গায় দাঁড়িয়ে হংকং চায়না। তালিকায় সবার উপরে আয়োজক চিন।
২০১৮ সালে জাকার্তায় আগের এশিয়ান গেমসে মোট ৭০ টি পদক জিতেছিল ভারত। ১৬ টি সোনা, ২৩ টি রুপো ও ৩১ টি ব্রোঞ্জ পদক সেবার এসেছিল ভারতের ঝুলিতে। এবারেও এশিয়া সেরার ১৯ তম আসরে পদক তালিকায় সময়ের সঙ্গে সঙ্গে ভারতের স্থান আরও দৃঢ় হবে বলেই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। জ্যাভলিনে নীরজ চোপড়া, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, বক্সিংয়ে লভলিন বরগোহাইয়ের মতো তারকা অ্যাথলিটদের থেকে প্রত্যাশা রয়েছে অনেকটাই। এদিকে, সোমবারই ইতিমধ্যে উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে জিতে শেষ চারে পৌঁছে পদক পাকা করে ফেলেছেন রোসিবিনা দেবী।
এদিন মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনা জেতে ভারত। দুর্দান্ত পারফরম্যান্স বঙ্গতনয়া তিতাস সান্ধুর (Titas Sandhu)। ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করায় বড় ভূমিকা তিতাসের। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে 1893.7 স্কোর করে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছে ভারত। রুদ্রাংশ পাটিল, ঐশ্বরী প্রতাপ সিং তোমর, দিব্যাংশ সিং পানওয়াররা রেকর্ড গড়ে এশিয়া মঞ্চে ভারতকে সেরা করে এবারের এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দেন ভারতকে। যার পরে সোনা মহিলা ক্রিকেট দলের।
সোমবার রোয়িংয়ে দলগত বিভাগে দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। ‘মেনস্ ফোর’ বিভাগে যশবিন্দর সিং, ভীম সিং, পুনিত কুমার এবং আশিসের সাফল্য রোয়িংয়ে ভারতকে আরও একটি পদক এনে দিল। এই বিভাগে সোনা উজবেকিস্তান ও রুপো পেয়েছে চিন। কোয়াড্রুপল স্কালসে ব্রোঞ্জ জিতলেন সতনাম, জাকর, পারমিন্দর, সুখমিতরা।
এর আগে গতকাল মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলার মেয়ে মেহুলি ঘোষ ও আশি চৌকসি ও রোমিতা জিন্দাল রুপো জিতেছেন। রোয়িং ও লাইটওয়েট ডাবল স্কালসে ইতিমধ্যে এসেছে আরও দুটি রুপো।
আরও পড়ুন- জাতীয় সঙ্গীত শুনে আবেগপ্রবণ মান্ধানার চোখে জল, সোনার মেয়ের বললেন 'স্পেশাল মুহূর্ত'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন