আগরতলা: এশিয়ান গেমসের (Asian Games 2023) ভারতীয় দলে তাঁকে রাখা হয়নি। তিনি লিখিত অনুরোধ করার পরেও আমল দেয়নি ক্রীড়ামন্ত্রক। এবার তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রিও অলিম্পিক্সে পোল ভল্টে চতুর্থ স্থানাধিকারী জিমন্যাস্ট।


দীপা কর্মকার (Dipa Karmakar) জানিয়ে দিলেন, তাঁর চিঠির কোনও জবাব না দিয়ে মনোবল ভেঙে দিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।


২০১৬ সালের রিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছিলেন দীপা। আগরতলার কন্যা ভারতের প্রথম জিমন্যাস্ট হিসাবে পৌঁছে গিয়েছিলেন ভল্ট ফাইনালে। এশিয়ান গেমস ট্রায়ালেও সেরা হয়েছিলেন। কিন্তু তার পরেও এশিয়ান গেমসের দলে রাখা হয়নি দীপাকে। নিয়মের জাঁতাকলে। বলা হয়, শেষ ১২ মাসে দেশের সেরা আট জিমন্যাস্টের মধ্যে থাকতে না পারার জন্য দীপাকে বাদ দেওয়া হয়েছে। যদিও ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ২ বছর নির্বাসিত ছিলেন দীপা তাই তাঁর পক্ষে কোনও ভাবেই ব়্যাঙ্কিং উন্নত করার সুযোগ ছিল না।


দীপা বাদ পড়ার পর দিন দুয়েক আগে বোমা ফাটিয়েছিলেন তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী। সাইয়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। এবার দীপাও ক্ষোভ উগরে দিলেন। তাও সোশ্যাল মিডিয়ায়।


দীপা এক্সে লিখেছেন, 'স্বাধীনতা দিবসে নিজের বাক স্বাধীনতা ব্যবহার করছি সাম্প্রতিক কয়েকটি ঘটনা তুলে ধরতে। যে ঘটনাগুলো ভীষণ হতাশাজনক ও মনোবল ভেঙে দেওয়ার মতো। এশিয়ান গেমস এমন একটা প্রতিযোগিতা যার দিকে আমি হা পিত্যেশ করে চেয়েছিলাম গত দু বছর ধরে।'


 






এরপরই দীপা লিখেছেন, 'আমি অবাক হয়ে দেখলাম যে, জাতীয় ট্রায়ালে শীর্ষ স্থান পাওয়া ও যোগ্যতা অর্জনের মাপকাঠি স্পর্শ করার পরেও আমি অংশগ্রহণ করা থেকে বঞ্চিতই থাকব।' তিনি এখানেই না থেমে লিখেছেন, 'এই সিদ্ধান্তের কারণ আমার কাছে অজানা। আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু বলাও হয়নি। উল্টে আমি ও আমার সতীর্থ জিমন্যাস্টরা সংবাদমাধ্যম থেকে জেনেছি বাদ পড়ার খবরটা।' 





আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial