হাংঝৌ: এশিয়ান গেমসের মঞ্চে গল্ফে পদক জিতল ভারত। রুপো জিতলেন ভারতের অদিতি অশোক। এই ইভেন্টে অদিতির দিকেই তাকিয়ে ছিল গোটা ভারত। তৃতীয় রাউন্ড শেষ করেছিলেন পয়েন্ট টেবলের শীর্ষে থেকে। এদিন সোনা জয়ের সুবর্ণ সুযোগ ছিল অদিতির সামনে। কিন্তু সেই সুযোগ মিস করেন তিনি। যদিও রুপো জয়ের সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়েন অদিতি। প্রথম ভারতীয় মেয়ে গল্ফার হিসেবে জিতলেন এশিয়ান গেমস পদক।
চতুর্থ দিনের শুরু থেকেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না অদিতি। স্ট্রোক মিসও করেন অনেকগুলো। শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে যান তিনি। ১৭ আন্ডার পার-এ শেষ করে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতের এই তরুণী গল্ফারকে। পদক জয়ের পর তিনি বলেন, ''আমি যেভাবে খেলছিলাম তাতে ১৬ তম হোল পর্যন্ত সব ঠিকই এগোচ্ছিল। কিন্তু যখন আমার একটা শট জলে গিয়ে পড়ে, আর ফিরে আসা সম্ভব ছিল না। সোনা জেতার স্বপ্ন নিয়েই সবাই এশিয়ান গেমসে আসে। আমি তা হারালাম।''
এশিয়ান গেমসের (Asian Games 2023) অষ্টম দিনে ভারতের প্রথম সোনা এল শ্যুটিংয়ে। ট্র্যাপ ইভেন্টে পুরুষদের দলগত বিভাগে সােনা জিতল ভারত। দলে ছিলেন কেনান চেনাই, জোরাভর সিংহ ও পৃথ্বীরাজ তোন্ডাইমন। ট্র্যাপ ইভেন্টে কেনান ফাইনাল রাউন্ডে ২৫/২৫ স্কোর করে দলের সোনা নিশ্চিত করেন। পুরুষদের সাফল্যের দিনে সফল মহিলা ট্র্যাপ দলও। তাঁরাও পদক জিতলেন। ভারতের মহিলা ট্র্যাপ দল রুপো জিতলেন এশিয়ান গেমসে।
এদিকে, এদিন মহিলাদের ক্যানো স্প্রিন্ট ২০০ মিটার ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের মেঘা প্রদীপ। তিনি সময় নিয়েছেন ৫৬.৭০৫। তবে লংজাম্প ও জ্যাভলিনের হেপ্টাথেলন ইভেন্টে সাফল্য় পেলেন না বাংলার স্বপ্না বর্মন। জ্যাভলিনে হেপ্টাথেলন ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করলেন বাংলার স্বপ্না বর্মন। ৪১.৯১ মিটার থ্রো করেছেন তিনি। পুরুষদের ২০০ মিটার দৌড়ের সেমিফাইনালে জায়গা করে নিলেন অম্লান বড়গোহাঁই। তিনি ২১.০৮ সেকেন্ড সময় নেন। গল্ফে রুপো জিতলেন ভারতের অদিতি অশোক। থাইল্যান্ডের প্রতিযোগী সোনা ও দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী ব্রোঞ্জ জিতলেন। মহিলাদের দলগত বিভাগে অবশ্য চতুর্থ স্থানে শেষ করল ভারত।