হাংঝৌ: এশিয়ান গেমসে (Asian Games 2023) একের পর এক পদক জিতেই চলেছে ভারত। টেনিসে পুরুষদের ডাবলসে রুপো জিতল ভারত। পদক জিতলেন রামকুমার রামানাথন-সাকেথ মিনেনি জুটি। পুরুষদের ডাবলসের ফাইনালে, সাকেথ-রামকুমার (Saketh Myneni and Ramkumar Ramanathan) জুটি চাইনিজ তাইপের কাছে ৪-৬, ৪-৬ ব্যবধানে হেরে যান। ফলে সোনা নয়, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের এই টেনিস তারকা জুটিকে। গোটা টুর্নামেন্টে ভাল খেলেও এদিন চিনা তাইপেই প্রতিদ্বন্দ্বী জেসন জুং এবং ইউ হিসউ সু জুটির বিরুদ্ধে হেরে যেতে হয় ভারতের জুটিকে। 


 






উল্লেখ্য, এশিয়ান গেমসে শুক্রবার সকালে শুরুতেই সোনা ভারতের ঝুলিতে। শ্যুটিংয়ে ৫০ মিটার রাইফেল 3P পুরুষদের দলগত ইভেন্টে পদক জিতল ভারতীয় দল। এই দলে ছিলেন ঐশ্বর্য প্রতাপ সিংহ, স্বপ্নিল সুরেশ কুসলে ও অখিল শিওরান। এবারের এশিয়ান গেমসে ভারত যতগুলো ইভেন্টে পদক জিতেছে। তার মধ্যে সবেচেয় বেশি ১৭টি পদক জিতেছে শ্য়ুটিংয়ে। সোনা জয়ের পথে তিনজনে মিলে মোট ১৭৬৯ পয়েন্ট অর্জন করে বিশ্বরেকর্ডও গড়েছেন। যা ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্যাট চ্যাম্পিয়নশিপে প্রাপ্ত পয়েন্টের থেকে আট পয়েন্ট বেশি। চিনকে পয়েন্টের বিচারে টেক্কা দিয়ে রেকর্ড গড়েন ভারতীয় শ্যুটাররা। 


এদিকে দলগত ইভেন্টে ভাল পারফরম্যান্সের জন্য ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে চলে গিয়েছেন স্বপ্নিল ও ঐশ্বর্য। ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে প্রবেশ করলেন তাঁরা। শীর্ষ আটজনের মধ্যে প্রবেশ করেন অখিল। ফাইনালের নিয়ম অনুযায়ী কোনও দেশ থেকে ফাইনালে মাত্র দু’জন অংশগ্রহণ করতে পারবেন। ফলে অখিল ফাইনালে প্রবেশ করতে পারেননি।


এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে শুটিংয়ে ভারতের দাপট অব্যাহত। একদিকে, মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে এল সোনা ও রুপো। আর দলগত ইভেন্টে রুপো। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনালি ছোঁয়া অব্যাহত রাখলেন ভারতীয়রা। বলা ভাল, এশিয়া সেরার মঞ্চে তারুণ্যের জয়গান শোনা গেল পলক গুলিয়া ও এষা সিংহের সুবাদে। চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ৮ টি সোনা, ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ সহ মোট ৩০ টি পদক এসেছে ভারতের ঝুলিতে। আর যার মধ্যে ১৭টি-ই শুটিং থেকে।