নয়াদিল্লি: প্রিয় দলের ফুটবল ম্যাচ দেখতে এসে যে এমন মর্মান্তিক ঘটনা হতে পারে, তা কল্পনা করেননি কেউই! পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ৮ জন। আহত হয়েছেন কমপক্ষে ৫০।


মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে। আফ্রিকা কাপ অব নেশনসে (Africa Cup of Nations) সোমবার প্রি কোয়ার্টার ফাইনালে ক্যামেরুন বনাম কমোরোস আইল্যান্ডস ম্যাচ শুরুর আগে।


জাতীয় দলের ম্যাচ দেখার জন্য ওলেম্বে স্টেডিয়ামে ঢোকার সময় হঠাত্‍ই তাণ্ডব শুরু হয়। তাতে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন আটজন। ৫০ জনেরও বেশি মারাত্মক ভাবে আহত। ফুটবল মাঠে ঢুকতে গিয়ে এ ভাবে প্রাণ হারানোর ঘটনা খুব বেশি ঘটেনি। এর আগে ২০১৫ সালে মিশরে (Egypt) একটা ম্যাচের সময় মাঠে ঢুকতে গিয়ে ১৯ জন দর্শক মারা গিয়েছিলেন। ২০০১ সালে জোহানেসবার্গে একটা ফুটবল ম্যাচে মাঠে ঢুকতে গিয়ে মারা গিয়েছিল ৪৩ জন। এ ক্ষেত্রে অবশ্য ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম। জানা গিয়েছে, করোনার জন্য মাঠে ৬০ শতাংশের বেশি দর্শক ঢোকার ক্ষেত্রে আয়োজক দেশ ক্যামেরুনের নিষেধাজ্ঞা ছিল। যা তোয়াক্কা না করে মাঠে ঢোকার চেষ্টা করেন বিপুল সংখ্যক মানুষ। তখনই ঘটেছে এই ঘটনা।


দ্য কনফেডারেশন অফ আমেরিকান ফুটবল (The Confederation of African Football, CAF) বিবৃতি দিয়ে জানিয়েছে যে, তারা এই ঘটনার তদন্ত করে দেখছে। ক্যামেরুন সরকার ও স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সিএএফ। স্বাস্থ্য মন্ত্রকের প্রাথমিক রিপোর্ট বলছে যে, মৃতদের মধ্যে দু’জন মহিলা এবং চার জন পুরুষ রয়েছেন, যাঁদের বয়স তিরিশের কাছাকাছি। রয়েছে এক শিশুও। 


৬০ হাজার দর্শক ধরে ওলেম্বে স্টেডিয়ামে। কিন্তু করোনার কারণে ৬০ শতাংশের বেশি দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়নি। তা একেবারেই মানতে পারেননি দর্শকরা। নেশন্স কাপে ক্যামেরুনের প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখার জন্য মুখিয়ে ছিল তারা। তাড়াহুড়ো করে মাঠে ঢোকার চেষ্টা করতে গিয়েই এমন ঘটনা ঘটে। পুলিশ ভূমিকা কী ছিল ওই সময়, তা নিয়ে তদন্ত শুরু করেছে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল বা সিএএফ।


ম্যাচের মাঝেই অসুস্থ হয়ে পড়েও নাছোড় লড়াইয়ে সেমিফাইনালে নাদাল