সিডনি: ম্যাচ চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাঁকে কোর্ট ছেড়ে বেরিয়েও যেতে হয়। রাফায়েল নাদাল (Rafael Nadal) অবশ্য হাল ছাড়েননি। ফিরে এসে ম্যাচ জিতে নিলেন। অস্ট্রেলীয় ওপেনের (Australian Open 2022) কোয়ার্টার ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে হারালেন দেনিস সাপোভালোভকে। ম্যাচের ফল নাদালের পক্ষে ৬-৪, ৬-৪, ৪-৬, ৩-৬ ও ৬-৩।


ম্যাচের শেষে নাদালের মুখে কঠিন যুদ্ধে জয়ের তৃপ্তি। বললেন, 'আমি বিধ্বস্ত হয়ে গিয়েছি। আজ এত পরিশ্রম করতে হয়েছে, এত গরম ছিল, আমি তৈরি ছিলাম না।' যোগ করেন, 'ম্যাচ চলাকালীন আমার পেটে সমস্যা হচ্ছিল। তাই চিকিৎসকদের পরামর্শ নিই। বেশ কিছু ট্যাবলেট খাওয়ার পর একটু সুস্থ অনুভব করি।'


এই নিয়ে সপ্তমবার অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে গেলেন কিংবদন্তি। নোভাজ জকোভিচের অনুপস্থিতিতে তিনি জিতলে বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে একুশটি গ্র্যান্ড স্ল্যাম আসবে ঝুলিতে। ভেঙে দেবেন রজার ফেডেরারের রেকর্ড।


তিনি আগেই ঘোষণা করেছেন যে, এবছর খেলেই আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নেবেন। এবারের অস্ট্রেলীয় ওপেনই অস্ট্রেলিয়ায় তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যাম। তবে অস্ট্রেলীয় ওপেনে আশা জাগিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে সানিয়া মির্জাকে (Sania Mirza)। মঙ্গলবার রাজীব রামকে সঙ্গী করে অস্ট্রেলীয় ওপেনে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে সানিয়া স্ট্রেট সেটে ৪-৬, ৬-৭ হেরে গেলেন ওয়াইল্ড কার্ড পাওয়া জেমি ফোর্লিস-জেসন কুবলার জুটির কাছে।


অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা ডাবলসে প্রথম রাউন্ডে বিদায়ের পরই অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন সানিয়া। ক্রমাগত চোট আঘাতই অন্যতম কারণ বলে জানিয়েছিলেন ভারতের টেনিস সুন্দরী। ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় সফর করতে হচ্ছে, ৩ বছরের ছেলের জন্যও এটা ঝুঁকিপূর্ণ, জানান সানিয়া মির্জা।


অবসরের কথা ঘোষণা করে দিলেও টেনিসের যে ধার কমেনি, তা বোঝাচ্ছিলেন সানিয়া মির্জা। মিক্সড ডাবলসে রাজীব রামের সঙ্গে জুটি বেঁধে এবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন এই ভারতীয় টেনিস সুন্দরী। কিন্তু শেষরক্ষা হল না।


করোনা আক্রান্ত গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার বার্তা