চলতি আইপিএল-এর বাকি ম্যাচগুলিতে রান তাড়া করবে আরসিবি, জানালেন বিরাট
Web Desk, ABP Ananda | 13 May 2018 06:09 PM (IST)
নয়াদিল্লি: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি বরাবরই রান তাড়া করতে ভালবাসেন। চলতি আইপিএল-এও বেশ কয়েকটি ম্যাচে প্রথমে ফিল্ডিং করেছে আরসিবি। গতকালও দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে রান তাড়া করে জয় পেয়েছে আরসিবি। আগামীকাল সিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ। প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে আরসিবি-কে। তার আগে বিরাট জানিয়েছেন, বাকি ম্যাচগুলিতে তাঁরা রান তাড়া করতে চাইবেন। গতকাল ৪০ বলে ৭০ রানের অসাধারণ ইনিংস খেলেন বিরাট। তাঁর পাশাপাশি এবি ডিভিলিয়ার্সও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। মূলত এই দুই ব্যাটসম্যানের সৌজন্যেই সহজ জয় পায় আরসিবি। লিগ টেবলে সাত নম্বরে থাকলেও, প্লে-অফে যাওয়ার আশা আছে বলেই মনে করছেন বিরাট। তিনি বলেছেন, ‘গতকাল আমরা ভাল বোলিং করতে পারিনি। তবে ছেলেরা ভালই খেলেছে। রান তাড়া করা অবশ্য যথাযথ ছিল। এই পর্যায়ে রান তাড়া করাই ভাল। কারণ, সেক্ষেত্রে ব্যাটসম্যানদের পক্ষে দায়িত্ব নেওয়া সহজ হয়। নিজেদের মতো করে খেলা সাজিয়ে নেওয়া যায়। আমাদের ছেলেরা সেটাই ভাল করতে পারে।’ ডিভিলিয়ার্সের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘এবি-র সঙ্গে ব্যাট করতে দারুণ লাগে। আমরা এর আগে অনেকবার রান তাড়া করতে নেমে এভাবেই একসঙ্গে ব্যাট করে দলকে জিতিয়েছি। গতকাল রান তাড়া করা সহজ ছিল না। তবে ইনিংসের বিরতির সময় এবি আমাকে বলে, চিন্তা কোরো না, আমরা জিতে যাব। ওর কথা শুনে আত্মবিশ্বাসী হয়ে উঠি। ওর সঙ্গে ব্যাট করার সুযোগ পেয়ে আমি সম্মানিত।’